ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৮ নভেম্বর ২০২৫ ২২ কার্তিক ১৪৩২
স্টারলিংক থেকে কী সুবিধা পাবে বাংলাদেশ; সংযোগের খরচ দেশ ভেদে ভিন্ন কেন?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 10 April, 2025, 11:48 AM

স্টারলিংক থেকে কী সুবিধা পাবে বাংলাদেশ; সংযোগের খরচ দেশ ভেদে ভিন্ন কেন?

স্টারলিংক থেকে কী সুবিধা পাবে বাংলাদেশ; সংযোগের খরচ দেশ ভেদে ভিন্ন কেন?

বাংলাদেশে পরীক্ষামূলকভাবে চালু হলো স্টারলিংক এর সেবা। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে অংশগ্রহণকারীরা ব্যবহার করতে পারছেন এ সেবা। সেখানে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করে সম্মেলনের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়।

গত ২৯ মার্চ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ স্টারলিংকের বিনিয়োগ নিবন্ধন দেয়। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ৯০ কার্যদিবসের মধ্যে কার্যক্রম শুরু করতে পারে। অবশ্য সেই সময়ের আগেই চালু হলো স্টারলিংক।

গত ১৩ ফেব্রুয়ারি বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্কের সাথে ভিডিও কলে স্টারলিংক বাংলাদেশে আনা সম্পর্কে আলোচনা করেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এতে স্টারলিংকের পরিষেবা চালুর উদ্যোগ আরও গতিশীল হয়। এর পর ঢাকায় কয়েকবার পরীক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়। প্রযুক্তি বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশে তাদের পরীক্ষামূলক যাত্রার মাধ্যমে এক নতুন যুগের সূচনা হল। কারণ স্পেস এক্স (SpaceX) এর অঙ্গপ্রতিষ্ঠান স্টারলিংক ইতোমধ্যে বহু দেশে স্যাটেলাইটের মাধ্যমে উচ্চ গতির সেবা দিয়ে যাচ্ছে। সে অনুযায়ী স্টারলিংক চালু হলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতেও উচ্চগতির ইন্টারনেট সহজলোভ্য হবে এবং কমবে শহর ও গ্রামের মধ্যে ডিজিটাল বৈষম্য। 

এদিকে ওয়েবসাইট অনুযায়ী বাসা-বাড়িতে স্টারলিংকের সেবা নিতে কিছু সরঞ্জাম কিনতে হবে। সেই স্টারলিংক কিট এর মূল্য ৩৪৯ থেকে ৫৯৯ ডলার পর্যন্ত। যা বাংলাদেশি টাকায় ৪৩ থেকে ৭৪ হাজার টাকা। এছাড়া আবাসিক গ্রাহকদের জন্য মাসিক সর্বনিম্ন ফি ১২০ ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১৫ হাজার টাকা। তবে কর্পোরেট গ্রাহকদের জন্য এর দাম ও মাসিক ফি দ্বিগুণেরও বেশি। দেশ ভেদে আবার এর খরচে ভিন্নতা রয়েছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status