|
সারাদেশের ন্যায় কুড়িগ্রামে এসএসসি ২৫ অনুষ্ঠিত
হাবিবুর রহমান (মুকুল),কুড়িগ্রাম
|
![]() সারাদেশের ন্যায় কুড়িগ্রামে এসএসসি ২৫ অনুষ্ঠিত স্কুলগুলি ১/ কুড়িগ্রাম সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় ২/ পুরাতন গালস্ স্কুল ৩/ বর্ডার গার্ড হাই স্কুল ৪/ পুলিশ লাইনস্ স্কুল ৫/ করিমের খামার হাই স্কুল ৬/ সেনেরখামার হাই স্কুল ৭/ মোগলবাসা হাই স্কুল। যথা সময়ে পরীক্ষা শুরু হয়, অভিভাবকগন ও সাধারণ মানুষজন মাঠের এক প্রান্তে অপেক্ষমান, তাদের সাথে এবং শিক্ষার্থীদের কাছ থেকে জানা যায়, পরীক্ষার জন্য ব্যাপক প্রস্তুুতি নিয়েছে, তবুও একটু টেনশন করছে। কেন্দ্রের বাহিরে ব্যাপক নিরাপত্তার দ্বায়িত্বে রয়েছে পুলিশ, শেষ খবর পাওয়া পর্যন্ত কোন দূর্ঘটনা ঘটেনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
