|
শ্রীপুরে গড়াই নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ৫ জনের জেল
মঈনুল ইসলাম সুজন, শ্রীপুর
|
![]() শ্রীপুরে গড়াই নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় ৫ জনের জেল এ সময় বালু উত্তোলনে জড়িত থাকা ৫ জনকে আটক করে জেল হাজতে পাঠানো হয়। আটকতৃতরা হলেন, রাজবাড়ী জেলার বালিয়াকান্দী উপজেলার নাড়ুয়া গ্রামের তুষার মহাজন, মান্নান মোল্লার ছেলে হিরা মন্ডল, একই উপজেলার জামসাপুর গ্রামের মোমিন মন্ডলের ছেলে মোঃ জিন্না, মাগুরা জেলার শ্রীপুর উপজেলার চরমহেশপুর গ্রামের জমির খাঁর ছেলে ইমরান হোসেন ও একই গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে মুক্তার মোল্যা। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস জানান, গড়াই নদী থেকে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় উক্ত স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় ঘটনার সত্যতা পাওয়ায় সেখান থেকে বালু উত্তোলনের কাজে জড়িত ৫ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় প্রত্যেক কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
