|
থাইল্যান্ডে পর্যটকবাহী বাস খাদে পড়ে যাওয়ার ঘটনায় কমপক্ষে ১৮ জন নিহত।
নতুন সময় ডেস্ক
|
![]() থাইল্যান্ডে পর্যটকবাহী বাস খাদে পড়ে যাওয়ার ঘটনায় কমপক্ষে ১৮ জন নিহত। পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এটি উল্টে যায় এবং একটি খাদে পড়ে যায়। তিনি জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতরা সবাই প্রাপ্তবয়স্ক। যাত্রীরা শিক্ষা সফরে গিয়েছিলেন। পুলিশ জানিয়েছে, চালকসহ ওই বাসটিতে থাকা ৪৯ আরোহীর সবাই থাই নাগরিক। সামাজিক মাধ্যমে বেশ কিছু পোস্টে দেখা গেছে, প্রাচিনবুরি প্রদেশের ঘটনাস্থলে কাজ করছেন উদ্ধারকর্মী এবং মেডিক্যাল কর্মীরা। রাজধানী ব্যাংকক থেকে ঘটনাস্থলের দূরত্ব ১৫৫ কিলোমিটার। এই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা। তিনি জানিয়েছেন, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
