|
যুক্তরাষ্ট্রে ফের বিমান বিধ্বস্ত, বেঁচে নেই কোনো আরোহী
নতুন সময় ডেস্ক
|
![]() যুক্তরাষ্ট্রে ফের বিমান বিধ্বস্ত, বেঁচে নেই কোনো আরোহী এই বিষয়ে, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম সকালে বলেন, 'উড়োজাহাজে থাকা ছয়জনই মেক্সিকোর নাগরিক। ফিলাডেলফিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে মেক্সিকোর ৬ নাগরিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। কনস্যুলার কর্তৃপক্ষ স্বজনহারা পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। আমি পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছি যাতে তারা প্রয়োজনীয় সহায়তা দিয়ে থাকেন। তাদের স্বজন ও বন্ধুদের প্রতি আমার সমবেদনা।' এর আগে, ওয়াশিংটন ডিসি এলাকার প্রায় ১৫০ মাইল উত্তর-পূর্বে আরেকটি বিমান দুর্ঘটনা ঘটে। সেখানে কর্তৃপক্ষ বুধবারের মারাত্মক সংঘর্ষের তদন্ত চালিয়ে যাচ্ছে। ওই ঘটনায় আমেরিকান এয়ারলাইন্সের একটি আঞ্চলিক জেট, যাতে ৬৪ জন যাত্রী ছিলেন এবং ইউএস আর্মির একটি ব্ল্যাক হক হেলিকপ্টার, যাতে তিনজন সেনা ছিলেন মাঝ আকাশে সংঘর্ষে জড়ায়। পোটোম্যাক নদীর ওপর এই দুটি আকাশ যান সংঘর্ষে জড়ায়। ধারণা করা হচ্ছে, সেই ঘটনায় আরোহীদের সবাই নিহত হয়েছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
