ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৭ নভেম্বর ২০২৫ ২১ কার্তিক ১৪৩২
ভারতে সেনাবাহিনীর অভিযানে ৮ মাওবাদী বিদ্রোহী নিহত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 3 February, 2025, 5:56 PM

ভারতে সেনাবাহিনীর অভিযানে ৮ মাওবাদী বিদ্রোহী নিহত

ভারতে সেনাবাহিনীর অভিযানে ৮ মাওবাদী বিদ্রোহী নিহত

ভারতের মধ্যাঞ্চলের গভীর জঙ্গলে বিশেষ বাহিনীর অভিযানে অন্তত ৮ জন মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনী শনিবার মাওবাদী বিদ্রোহ দমনে দীর্ঘদিন ধরে চলা তাদের অভিযান আরও জোরদার করেছে।

ছত্তিশগড় রাজ্যের রাজধানী রায়পুর থেকে এএফপি জানায়, দশকব্যাপী এই সংঘর্ষে এখন পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। বিদ্রোহীরা দাবি করে আসছে, তারা প্রান্তিক আদিবাসী জনগোষ্ঠীর ভূমি ও অধিকার রক্ষার জন্য লড়াই করছে।

শনিবার ভোরে ছত্তিশগড় রাজ্যের বিজাপুর জেলার বনাঞ্চলে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এই অঞ্চল মাওবাদী বিদ্রোহের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত।
বিজাপুরের শীর্ষ পুলিশ কর্মকর্তা সুন্দররাজ পি. এএফপিকে জানান, ‘তীব্র বন্দুকযুদ্ধের পর আজ বিজাপুর জেলার জঙ্গল থেকে ৮ মাওবাদীর মরদেহ উদ্ধার করা হয়েছে।’
তিনি আরও জানান, নিহতদের কাছ থেকে গ্রেনেড লঞ্চার ও রাইফেলসহ বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযানের অংশ হিসেবে এখনো এলাকাটিতে তল্লাশি চালানো হচ্ছে।

সরকারি পরিসংখ্যান অনুসারে, গত এক বছরে নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রায় ২৮৭ জন মাওবাদী নিহত হয়েছে, যার বেশিরভাগই ছত্তিশগড়ে।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত বছর বলেছিলেন, ২০২৬ সালের মধ্যেই মাওবাদী বিদ্রোহ সম্পূর্ণভাবে দমন করা হবে।
মাওবাদীরা স্থানীয় বাসিন্দাদের জন্য ভূমি, কর্মসংস্থান এবং প্রাকৃতিক সম্পদের ন্যায্য হিস্যা দাবির পক্ষে লড়াই করছে।

এই আন্দোলন ভারতের পূর্ব ও দক্ষিণাঞ্চলের অনেক প্রত্যন্ত এলাকায় বিস্তার লাভ করেছিল এবং ২০০০-এর দশকের শুরুতে এটি শক্তিশালী হয়ে ওঠে।
এরপর ভারত সরকার ‘লাল করিডোর’ নামে পরিচিত বিশাল অঞ্চলে দশ হাজারেরও বেশি সেনা মোতায়েন করে।
সংঘর্ষের ফলে বহুবার সরকারি বাহিনীও ভয়াবহ হামলার শিকার হয়েছে। গত মাসে এক বিস্ফোরণে অন্তত ৯ জন ভারতীয় সেনা নিহত হন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status