ড্যাাফোডিলে ৩ দিনব্যাপী ইরাসমাস+SQUARES প্রকল্পের কনসের্টিয়াম মিটিং অনুষ্ঠিত
নতুন সময় প্রতিবেদক
|
![]() ড্যাাফোডিলে ৩ দিনব্যাপী ইরাসমাস+SQUARES প্রকল্পের কনসের্টিয়াম মিটিং অনুষ্ঠিত প্রথম দিনের শুরুতে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস এম মাহাবুব-উল হক মজুমদার, ডিআইইউ-এর প্রাসঙ্গিক একাডেমিক বিশেষজ্ঞ, প্রকল্প সমন্বয়কারী, প্রকল্প অংশীদারদের প্রতিনিধি এবং আরও অনেকের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সাসটেইনেবিলিটি অ্যান্ড কোয়ালিটি অ্যাসুরেন্স ফর একাডেমিক গভর্নেন্স অ্যান্ড রিডিজাইন ইঞ্জিনিয়ারিং স্টাডিজ Erasmus+ CBHE KA2-এর প্রকল্পের লক্ষ্য হল ট্রান্সভার্সাল প্রবর্তনের মাধ্যমে নেপাল, ভুটান, বাংলাদেশ এবং পাকিস্তানের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান (QMS), শিল্প এবং চাকরির বাজারের মধ্যে দক্ষতার ঘাটতি দূর করা। এনার্জি, সিভিল, এবং ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি গুনগত ম্যানেজমেন্ট সিস্টেম বাড়ানোর দক্ষতা (ছগঝ) কোর্স উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা নিশ্চিত করা। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |