দু’গ্রুপের মধ্য উত্তেজনা শ্যামনগর উপজেলায় ১৪৪ ধারা জারি করা৷ হয়েছে
ইয়ারব হোসেন সাতক্ষীরা থেকে
|
![]() দু’গ্রুপের মধ্য উত্তেজনা শ্যামনগর উপজেলায় ১৪৪ ধারা জারি করা৷ হয়েছে প্রসঙ্গত জানুয়ারি উপজেলায় বিএনপি'র কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটি বাতিলের জন্য ২২শে জানুয়ারি মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি'র মধ্যেও হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। হামলায় ছয় জন বিএনপি নেতাকর্মী আহত হয়। গতকাল নতুন ঘোষিত উভয় কমিটি বিলুপ্ত ঘোষনা করে জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলীম। পরে আজ উপজেলার বাস টার্মিনালে শান্তি সমাবেশ ডাকে বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক সোলাইমান কবিরের গ্রুপ। তবে এ কমিটির সদ্য সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদের গ্রুপ সেটি প্রতিহত করার ঘোষণা দিলে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পরে। দুই গ্রুপের এমন মুখোমুখি অবস্থানে বিশৃঙ্খলা এড়াতে জারি করা হয় ১৪৪ ধারা। শেষ খবর পাওয়া পর্যন্ত, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মাঠে রয়েছে। শ্যামনগর থানা পুলিশ জানান, রাজনৈতিক দলের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার শঙ্কা দেখা দেয়ায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। সাতক্ষীরা প্রতিনিধি |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |