|
নেতানিয়াহুর হুঁশিয়ারি, পুনরায় যুদ্ধ করতে সমর্থন পেল ট্রাম্পের
নতুন সময় ডেস্ক
|
![]() নেতানিয়াহুর হুঁশিয়ারি, পুনরায় যুদ্ধ করতে সমর্থন পেল ট্রাম্পের রবিবার (১৯ জানুয়ারি) যুদ্ধবিরতি শুরুর কয়েক ঘণ্টা আগে টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে নেতানিয়াহু এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ‘যুদ্ধবিরতি অস্থায়ী এবং ইসরাইল গাজায় হামলা পুনরায় শুরু করার অধিকার রাখে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন রয়েছে।’ নেতানিয়াহু ইসরাইলের সামরিক অভিযানের গত ১৫ মাসের সাফল্য নিয়ে আলোচনা করেন, যার মধ্যে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের নিহত হওয়ার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমরা মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দিয়েছি। হামাস এখন সম্পূর্ণ একাকী।’ শনিবারের ভাষণের আগে নেতানিয়াহু বলেছিলেন, হামাস যে জিম্মিদের মুক্তি দেবে তার তালিকা না পাওয়া পর্যন্ত ইসরায়েল এই চুক্তি বাস্তবায়ন করবে না। তবে ইসরাইল চুক্তির কোনো লঙ্ঘন সহ্য করবে না। ইসরাইলি মিডিয়াতে হামাসের দ্বারা মুক্তি পাওয়া ৩৩ জন জিম্মির দীর্ঘ তালিকা প্রকাশ করা হয়েছে, তবে এটি কর্তৃপক্ষ দ্বারা নিশ্চিত করা হয়নি। তবে ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার মুক্তি পাওয়ার কথা থাকা তিনজন জিম্মির নাম তারা এখনও পায়নি। এদিকে, ইসরাইল গাজায় হামাস এবং ইসলামিক জিহাদের স্থাপনাগুলো লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। হামাসের কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার চুক্তি ঘোষণার পর থেকে ১২০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। পরবর্তী কয়েক সপ্তাহে, ৩৩ জন জিম্মিকে ১,৮৯০ জন ফিলিস্তিনি বন্দির বিনিময়ে মুক্তি দেওয়া হবে। চুক্তির শর্ত অনুযায়ী, ইসরায়েল গাজা থেকে তাদের সেনাবাহিনী প্রত্যাহার করাও শুরু করবে। প্রথম দফায় জিম্মি হস্তান্তর কোথায় হবে তা এখনো পরিষ্কার নয়। একজন সিনিয়র ইসরায়েলি সামরিক কর্মকর্তা বলেছেন, উত্তরের, মধ্যাঞ্চলের এবং দক্ষিণ গাজার সীমান্তের কাছে তিনটি গ্রহণ পয়েন্ট প্রস্তুত করা হয়েছে। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসলায়ের হামলায় গাজায় ৪৬,৮৭০ জনেরও বেশি মানুষ নিহত এবং ১ লাখ ১০ হাজার ৪৫৩ জন আহত হয়েছেন। ২৩ লাখ জনসংখ্যার বেশিরভাগই বাস্তুচ্যুত হয়েছে এবং খাদ্য, জ্বালানি, ওষুধ এবং আশ্রয়ের তীব্র সংকট দেখা দিয়েছে। সূত্র: বিবিসি |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
