ঠাকুরগাঁওয়ে শীতার্তদের জন্য ৪৭৫ পিস কম্বল হস্তান্তর করলো আশা
মোঃ মামুন অর-রশীদ, ঠাকুরগাঁও
প্রকাশ: Wednesday, 27 November, 2024, 1:20 PM
ঠাকুরগাঁওয়ে শীতার্তদের জন্য ৪৭৫ পিস কম্বল হস্তান্তর করলো আশা
ঠাকুরগাঁওয়ে শীতার্ত গরিব মানুষের জন্য ৪৭৫ পিস কম্বল হস্তান্তর করেছে আশা। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে এসব কম্বল হস্তান্তর করা হয়।
জেলা প্রশাসনের পক্ষে কম্বলগুলো গ্রহণ করেন এনডিসি পলাশ তালুকদার। আশা’র পক্ষে কম্বল হস্তান্তর করেন সিনিয়র ডিএম মো. আনারুল কাদির এবং সিনিয়র আরএম মো. মোস্তাফিজুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন সদর-১ এবং সদর-২ ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার (বিএম) এবং সদর-১ ব্রাঞ্চের সহকারী ব্রাঞ্চ ম্যানেজার (এসএবিএম)।
আশা কর্তৃপক্ষ জানিয়েছে, শীতার্ত দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই তাদের এই উদ্যোগ।