সাতক্ষীরায় নারী নির্যাতন বিরোধী আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
|
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও মানবাধিকার পক্ষ উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ সোমবার (২৫ নভেম্বর) সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ১৫ সংগঠনের শতাধিক নারী পুরুষের সমন্বয়ে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।মানববন্ধনে জেলা মহিলা অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরার সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যান ব্যানার্জি, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য কর্মকর্তা পূলক চক্রবর্তী, স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব দত্ত, সিডো’র পরিচালক শ্যামল বিশ্বাস, ওয়ান স্টপ সার্ভিসের আব্দুল হাই সিদ্দীকি, হেড এর নির্বাহী পরিচালক, লুইস রানা গাইন, চুপড়িয়া মহিলা সংস্থার মরিয়ম মান্নান, দীপা ঘোষ, জয়া বৈদ্য, যুব কর্মী শ্রেয়া, উর্মী, লিজা, ইডা’র নির্বাহী পরিচালক আকতার হোসেন, গৌতম সরকার প্রমুখ। মানব বন্ধনে মানবাধিকার সংগঠন স্বদেশ, বাংলাদেশ মহিলা পরিষদ, সুয্যমুখি, দিশা, সিডো, হেড, রিশিল্পী, সম্প্রীতি এইড ফাউন্ডেশন,ব্রেকিং দ্য সাইলেন্স, দুর্বার নেটওয়ার্ক, মানুষের জন্য ফাউন্ডেশন, ক্রীশ্চান এইড, বারসিক, প্রথমআলো বন্ধু সভা, কারিতাস,আরা,আশালোককেন্দ্র, সৃজনী, এইচআরডিএফ, সিএসও এইচআরডি কোয়ালিশন , আরাসংস্থা। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |