ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১০ অক্টোবর ২০২৪ ২৫ আশ্বিন ১৪৩১
মেহেরপুরের আমঝুপি থেকে ২৫টি স্বর্ণের বারসহ আটক-২
সেলিম রেজা,মেহেরপুর
প্রকাশ: Thursday, 12 September, 2024, 7:30 PM

মেহেরপুরের আমঝুপি থেকে ২৫টি স্বর্ণের বারসহ আটক-২

মেহেরপুরের আমঝুপি থেকে ২৫টি স্বর্ণের বারসহ আটক-২

ঢাকা থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ২৫টি দ্বিখন্ডিত স্বর্ণের বারসহ দুজনকে আটক করেছে বিজিবি। বৃহষ্পতিবার (১২সেপ্টেম্বর) ভোরে মেহেরপুরের আমঝুপি বাজারে এ অভিযান চালানো হয়। বিজিবির দাবী আটকরা চিহ্নিত চোরাকারবারী।

আটকৃতরা হচ্ছে- ঢাকার ধামরাই উপজেলার চৌহাট চকপাড়ার মৃত লাল মিয়ার ছেলে মোঃ আলাল হোসেন (৪৮) ও টাংগাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া গ্রামের মোঃ বাদশা মিয়ার ছেলে মোঃ রাজিব হোসেন (২৯)। এদেরকে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মালামালগুলি কাস্টমসে জমা দেয়া হয়েছে।

কুষ্টিয়া বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান (পিএসসি) প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী জেআর পরিবহনে স্বর্ণ পাচার করা হচ্ছে মর্মে সংবাদের ভিত্তিতে তার দিক নির্দেশনায় সহকারী পরিচালক মোঃ জাকিরুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল আমঝুপি মেইন রোডে অবস্থান নেয় এবং জেআর পরিবহন (যারনং-১৪-৬৭৯১) বাসে তল্লাশী চালান। এসময় আলাল হোসেন ও রাজিব হোসেনের কাছে স্বর্ণের বার পাওয়া গেলে তাদেরকে আটক করা হয়। জব্দ করা হয় নগদ ৫ হাজার ৮০৪ টাকা টাকা এবং ০২টি স্মার্ট মোবাইলফোন। স্বর্ণের বার ও জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মুল্য দুই কোটি ৬০ লাখ ২৫ হাজার ৮০৪ টাকা। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।


� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status