খানসামায় বাংলাদেশ জামায়াতের ইসলামীর কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
নুর-আমিন ;খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
প্রকাশ: Sunday, 25 August, 2024, 8:54 PM
দীর্ঘ ১৫ বছর পর দিনাজপুরের খানসামায় জামায়াতে ইসলামীর কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৫ আগস্ট (রবিবার) বিকেলে জামায়াতে ইসলামী খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়ন শাখার আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ সকল শহীদদের স্মরণে গোয়ালডিহি ভুল্লার হাট দাখিল মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। গোয়ালডিহি ইউনিয়ন জামায়াতের সভাপতি সাজ্জাদ হোসেন সাজু'র সভাপতিত্ত্বে ও ইউনিয়ন সেক্রেটারী রায়হান আলীর সঞ্চালনায় উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা উত্তরের জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক মাওলানা মো. শহীদুল ইসলাম খোকন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানসামা থানা জামায়াতের আমীর মাওলানা আনিছুর রহমান,সাবেক উপজেলা জামায়াতের আমীর মাওলানা আতাউর রহমান ও গোয়ালডিহি ইউনিয়নের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারী এডভোকেট সামিউল ইসলাম,ছাত্রশিবিরের সাবেক থানা সভাপতি ও বর্তমান উপজেলা যুব বিভাগের সভাপতি আসেদ আলী, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মেহরাব হোসেন প্রমুখ।
এ সময় সময়াবেশে বক্তারা বলেন , দীর্ঘ ১৫ বছর ধরে আমাদের কোনঠাসা যারা করে রেখেছিল তারা আজ এসে দেখে যান, বিনা প্রস্তুতির হঠাৎ সিদ্ধান্তের আজকের এই সমাবেশ জনসভায় পরিণত হয়েছে। আমাদেরকে যারা নিষিদ্ধ করার পাঁয়তারা করেছে তারাই আজ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নিশ্চিহ্ন হওয়ার পথে। ভূ-রাজনীতি নিয়ে যত ষড়যন্ত্র হয়েছে বা হতে যাচ্ছে, তার মোকাবেলায় জামায়াতের প্রতিটি কর্মী সজাগ রয়েছে। দেশের পুনর্গঠন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এই বিজয় মহান আল্লাহর পক্ষ থেকে বিশেষ নেয়ামত। এই নেয়ামত ভুলে গেলে চলবে না। সময়কে আমাদের কাজে লাগাতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সফল ইসলামী সমাজ বিনির্মানের স্বপ্ন দেখে। এদেশের সবুজ জমিনে আল্লাহর দ্বীনকে সমুন্নত করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। বক্তারা আরও বলেন, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা আন্তরিক চেষ্টা চালিয়ে পানিবন্দিদের উদ্ধার ও সাধ্যমতো ত্রাণ বিতরণ কার্যক্রম চালাচ্ছে। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের এ সেবা অব্যাহত থাকবে। এছাড়াও দল-মত নির্বিশেষে সবটুকু সামর্থ্য দিয়ে সকলকে পানিবন্দীদের পাশে দাঁড়াতে আহ্বান জানান।