ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪ ২৭ ভাদ্র ১৪৩১
দুর্ভোগ লাঘবে একটি হুইল চেয়ার চান কাজিপুরের সত্তরোর্ধ হতদরিদ্র সোনাভান
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: Sunday, 25 August, 2024, 8:51 PM

দুর্ভোগ লাঘবে একটি হুইল চেয়ার চান কাজিপুরের সত্তরোর্ধ হতদরিদ্র সোনাভান

দুর্ভোগ লাঘবে একটি হুইল চেয়ার চান কাজিপুরের সত্তরোর্ধ হতদরিদ্র সোনাভান

রাস্তায় হাঁটতে গিয়ে সত্তরোর্ধ সোনভানের ডান পায়ের কটি (উরু) ভেঙ্গে গেছে। এমন বাজেভাবে ভেঙ্গেছে যা চিকিৎসা করে ভালো হতে অনেক সময় লাগবে। সোনাভানের অশীথিপর স্বামী সাকার সরকারের কোন আয় রোজগার নেই। তিন মেয়েকে বিয়ে দিয়েছেন। একমাত্র ছেলে একজন চাতালকর্মি। তার সামান্য আয়ে চলে সংসার। এমন অবস্থায় সোনাভানের সংসার চলাই কঠিন। তার চিকিৎসার ব্যয়ভার বহন করার মতো কোন সামর্থ্য নেই।

রবিবার বিকেলে সোনাভানের বাড়িতে গিয়ে জানা যায়, তিনমাস পূর্বে সোনামুখী বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে পা ফসকে রাস্তার পাশে পড়ে যান সোনাভান। লোকজন তাকে ধরাধরি করে তুললেও সোনাভান আর পা ফেলতে পারেননি। সেই থেকে তিনি কার্যত এক প্রকার ঘরবন্দী। টাকার অভাবে যাননি ডাক্তারের নিকট। কবিরাজের ওধুধে আর ঝাড়ফুঁকে ভরসা করলেও এখনো তিনি চলতে পারেন না।

সোনাভানের স্বামী সাকার হোসেন জানান, টাকার জন্যে বড় ডাক্তারের নিকট নিতে পারেননি স্ত্রীকে। একমাত্র ছেলের উপার্জনে কোনমতে খেয়ে পরে দিন চলে যায়। এরমধ্যে কবিরাজকে টাকা দিতেই অন্যের নিকট হাত পাততে হয়েছে। কিন্তু রোগ ভালো হয়নি। এখন ঘরের মধ্যে চলতে একটা হুইল চেয়ার দরকার।

ওই গ্রামের ইউনিয়ন পরিষদের সদস্য মামুনুর রশিদ মামুন জানান, সোনাভানের পরিবারটি হতদরিদ্র। নিজেদের জমিজমা নাই। একমাত্র ছেলে সংসার চলায়। সোনাভানের চিকিৎসায় এরইমধ্যে অনেক টাকা খরচ করেছে তারা। এখন আর চিকিৎসা বা হুইল চেয়ার কেনার সামর্থ্য তাদের নেই। আমরা সাধ্যমতো সহায়তা করেছি। এমতাবস্থায় কোন সহৃদয় ব্যক্তির হুইল চেয়ার সহায়তা বা চিকিৎসা খরচ সহায়তাই পারে সোনাভানের যাপিত জীবনের দুর্ভোগ লাঘব করতে।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status