ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৭ এপ্রিল ২০২৫ ১৪ বৈশাখ ১৪৩২
চিকিৎসা শেষে দেশে ফিরলেন জাহাঙ্গীর আলম
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 3 August, 2024, 6:13 PM

চিকিৎসা শেষে দেশে ফিরলেন জাহাঙ্গীর আলম

চিকিৎসা শেষে দেশে ফিরলেন জাহাঙ্গীর আলম

গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সিঙ্গাপুরে চিকিৎসা শেষে ১৬ দিন পর শনিবার সকাল ৬টায় দেশে ফিরেছেন। এসময় ঢাকা শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দর এবং টঙ্গী থেকে ছয়দানা পর্যন্ত মহাসড়কের পাশে বিভিন্ন স্থানে জড়ো হয়ে শতশত নেতা-কর্মী, সমর্থক ও উৎসোক জনতা তাকে সম্বর্ধনা জানায়। 


পথিমধ্যে তিনি দুপুর ১২টার দিকে তার একনিষ্ঠকর্মী যুবলীগ নেতা সন্ত্রাসীদের হামলায় নিহত জুয়েল মোল্লার বাড়িতে যান। সেখানে জুয়েলের কবর জিয়ারত করেন এবং তার বৃদ্ধ পিতা বারেক মোল্লা ও তার বোনকে শান্তনা দেন। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি বাসায় পৌছে তার মা মেয়র জায়েদা খাতুনের সাথে দেখা করেন। এসময় পূর্ব থেকে অপেক্ষমান হাজার হাজার মানুষ তাকে বরণ করেন এবং নেতা-কর্মীরা মূর্হুমূহু স্লোগান তুলেন।


এসময় জাহাঙ্গীর আলম বলেন, আমি দ্বিতীয় বার পূর্ণজীবন পেয়েছি। মৃত্যুর ধারপ্রাপ্ত থেকে বেচে এসেছি। সন্ত্রাসীরা হত্যার উদ্দেশে আমার মাথায় আঘাত করেছিল। প্রাণপন চেষ্টা করে আমি উত্তরার একটি বাসায় আশ্রয় নিয়েছিলাম। সন্ত্রাসীরা আমাকে খুঁজে না পেয়ে জুয়েল মোল্লাসহ আমার দুইজন কর্মীকে পিটিয়ে হত্যা করেছে। দুই আড়াই ঘন্টা ওই বাড়িতে আটকে থাকার পর আইনশৃঙ্খলা বাহিনী আমাকে উদ্ধার করে কর্মিটলা জেনারেল হাসপাতালে নিয়েছিল। 


পরদিন আমাকে একটি এয়ার এ্যম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। একই দিন রাতে মা মেয়র জায়েদা খাতুনকে হত্যার উদ্দেশ্যে আমার বাড়িতে হামলা করা হয়। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যারা আমার মাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়েছিলেন। ১৬দিন চিকিৎসাধীন থাকার পর আজ আমি মাতৃভূমিতে ফিরেছি। তিনি ন্যক্কারজনক দুটি হামলার সুষ্ঠ তদন্ত এবং দায়িদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status