দিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
গতকাল শনিবার (৬ জুলাই) বেলা ১০ টায় কমপ্লেক্স পৌঁছে জরুরি বিভাগ, এন সিডি কর্নার, কমিউনিটি ভিশন সেন্টার, বিভিন্ন কনসালট্যান্টের রোগীদের সেবা প্রদানের দপ্তর পরিদর্শন করেন, ডেলিভারির লেভার কক্ষ পরিদর্শন করেন ।
এইখানে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের সাথে কথা বলেন। তাছাড়া কমপ্লেক্সের বেডে ভর্তিকৃত চিকিৎসাধীন রোগীদের দেখেন এবং চিকিৎসা সেবা বিষয়ে রোগীদের সাথে কথা বলেন।
এরপরে উপজেলা সদরে অবস্থিত ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শনে যান। সেখানে পর্যাপ্ত জনবল না থাকায় ১৫ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই হাসপাতালে সংকটে চিকিৎসা সেবা থাকায় ও উপজেলা বাসীর প্রাণের দাবি এই হাসপাতাল চালু করার কথা শুনে সেই দাবি দাবি পূরণের মৌখিক আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা: সামন্ত লাল সেন।। তিনি চিকিৎসকের নানাবিধ সমস্যার বিষয়ে তাঁর প্রত্যক্ষ ধারনা রয়েছে বলে উল্লেখ করে স্বাস্থ্য খাতের উন্নয়ন তাঁর প্রচেস্টা অব্যাহত থাকবে বলে জানান। স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার বিষয়ে মন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। এই স্বাস্থ্য কমপ্লেক্স নরমাল ডেলিভারির জন্য কমপ্লেক্সের দায়িত্ব প্রাপ্ত চিকিৎসকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
পরিদর্শন কালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার মো. খোরশেদ আলম, সিভিল সার্জন ডাক্তার বোরহান-উল ইসলাম সিদ্দিকী, উপজেলা পরিষদ চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ্, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শামসুদ্দোহা মুকুল, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।