কুড়িগ্রামে জুয়া খেলা অবস্থায় ০৫ জনসহ বিভিন্ন অপরাধে ৪২ জন গ্রেফতার
আহম্মেদুল কবির,কুড়িগ্রাম
প্রকাশ: Tuesday, 16 April, 2024, 5:50 PM
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় কুড়িগ্রাম জেলা পুলিশের ধারাবাহিক বিশেষ অভিযানে জুয়া খেলা অবস্থায় ০৫ জনসহ বিভিন্ন অপরাধে ৪২ জনকে গ্রেফতার করছে বিভিন্ন থানার পুলিশ।
এর মধ্যে জেলার রৌমারী থানার পুলিশ ১৫ এপ্রিল সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারীর চর শৌলমারী ইউনিয়নের ব্রক্ষপুত্র নদীর পাড় থেকে জুয়া খেলার সময় উলিপুর থানাধীন চর শৌলমারী পাহালীপাড়ার মোঃ আমিনুল ইসলাম (৩৮), চর ধনতলা গ্রামের মোঃ আব্দুল বারেক (৩৮), চর বোয়ালমারী গ্রামের মোঃ আব্দুর রহমান (২৬) ও মোঃ শামিম মিয়া (২১), দক্ষিণ নামাজের চর গ্রামের মোঃ গোলাম হোসেন (৪৬)' নামের ০৫ জুয়াড়ী'কে জুয়া খেলার সরঞ্জাম এবং নগদ অর্থসহ হাতেনাতে গ্রেফতার করে। এছাড়া কুড়িগ্রাম জেলা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে আরও ৩৭ জনসহ মোট ৪২ জনকে বিভিন্ন অপরাধে গ্রেফতার করা হয়।এর মধ্যে জিআর ওয়ারেন্ট মূলে কুড়িগ্রাম থানায়-০১জন, নাগেশ্বরী থানায়-০১জন, সিআর ওয়ারেন্ট মূলে উলিপুর থানায় -০১জন, রৌমারী থানায়-০৩ জন, নিয়মিত মামলায় কুড়িগ্রাম থানায়-০৪ জন, উলিপুর থানায়-০৯ জন, নাগেশ্বরী থানায়-০২ জন, ভূরুঙ্গামারী থানায়-০২ জন, রৌমারী থানায়-০৮ জন, পূর্বের মামলায় কুড়িগ্রাম থানায়-০১ জন, নাগেশ্বরী থানায়-০২জন,১৫১ ধারায় ভূরুঙ্গামারী থানায়-০২ জন,সিআর সাজা ওয়ারেন্ট মূলে কুড়িগ্রাম থানায়-০১ জনসহ মোট ৩৭ জন আসামীসহ সর্বমোট ৪২ জনকে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ফৌজদারি অপরাধ যেমন চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতন সহ শান্তি বিনষ্টকারী, উগ্রবাদ, সাইবার অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে কুড়িগ্রাম জেলা পুলিশ সবসময় কাজ করে যাচ্ছে।
কুড়িগ্রাম জেলার সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তায় কুড়িগ্রাম জেলা পুলিশ সজাগ রয়েছে এবং আমাদের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।