ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৭ অক্টোবর ২০২৪ ২২ আশ্বিন ১৪৩১
অবৈধভাবে পাহাড় কাটা ও জমির টপসয়েল কাটার দায়ে ৩ টি স্কেভেটর, সাতটি ড্রাম ট্রাক জব্দ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 2 February, 2024, 4:52 PM

অবৈধভাবে পাহাড় কাটা ও জমির টপসয়েল কাটার দায়ে ৩ টি স্কেভেটর, সাতটি ড্রাম ট্রাক জব্দ

অবৈধভাবে পাহাড় কাটা ও জমির টপসয়েল কাটার দায়ে ৩ টি স্কেভেটর, সাতটি ড্রাম ট্রাক জব্দ

ফটিকছড়িতে অবৈধভাবে পাহাড় কাটা ও জমির টপসয়েল কাটার দায়ে অভিযান চালিয়ে ৩ টি স্কেভেটর ও সাতটি ড্রাম ট্রাক জব্দ করছে ভ্রাম্যমান আদালত।

বৃহষ্পতিবার অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী এবং সহকারী কমিশনার(ভূমি) এ টি এম কামরুল ইসলাম।

এসময় বনবিভাগ, পরিবেশ অধিদপ্তর, পুলিশ বিভাগ এবং আনসার সদস্যরা,সাধারণ জনগণ এবং জনপ্রতিনিধিগণ সার্বিক সহযোগিতা করেন।

অভিযানে সুয়াবিল এলাকায় কৃষি জমির টপসয়েল কাটায় ২ টি ড্রাম ট্রাক,দাঁতমারার মোহাম্মদপুর এলাকায় বন বিভাগের সংরক্ষিত বনের মধ্য দিয়ে পাহাড় কর্তন করায় ১ টি স্কেভেটর ও একটি ড্রাম ট্রাক,  নারায়ণহাট এলাকায় হালদা ভ্যালি চা বাগানের পাশে কৃষি জমির টপসয়েল কাটায় চা বাগান কর্তৃপক্ষ এর ১ টি স্কেভেটর ও একটি ড্রাম ট্রাক এবং বাগানবাজার ইউনিয়নে গার্ডের দোকান এলাকায়  পাহাড় কাটার দায়ে ১টি স্কেভেটর ও ৩ টি ড্রাম ট্রাক জব্দ করা হয়।

এদিকে গত আড়াই মাসে ১৭ টি স্কেভেটর ৪০ টি ড্রাম ট্রাক জব্দ করা হয়। জরিমানা করা হয়  প্রায় ৩০ লক্ষ টাকা।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন,পাহাড় কাটা,জমির টপসয়েল,হালদার পাহাড় কাটা ও বালি উত্তোলনে জিরো টলারেন্সে অবস্থান করে আমরা অভিযান চালিয়ে যাচ্ছি। কে কাটছে,কার গাড়ি বা কারো তদবির আমরা দেখিনা। এ ব্যাপারে কাউকে ছাড় নেই। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status