অবৈধভাবে পাহাড় কাটা ও জমির টপসয়েল কাটার দায়ে ৩ টি স্কেভেটর, সাতটি ড্রাম ট্রাক জব্দ
নতুন সময় প্রতিনিধি
|
ফটিকছড়িতে অবৈধভাবে পাহাড় কাটা ও জমির টপসয়েল কাটার দায়ে অভিযান চালিয়ে ৩ টি স্কেভেটর ও সাতটি ড্রাম ট্রাক জব্দ করছে ভ্রাম্যমান আদালত। বৃহষ্পতিবার অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী এবং সহকারী কমিশনার(ভূমি) এ টি এম কামরুল ইসলাম। এসময় বনবিভাগ, পরিবেশ অধিদপ্তর, পুলিশ বিভাগ এবং আনসার সদস্যরা,সাধারণ জনগণ এবং জনপ্রতিনিধিগণ সার্বিক সহযোগিতা করেন। অভিযানে সুয়াবিল এলাকায় কৃষি জমির টপসয়েল কাটায় ২ টি ড্রাম ট্রাক,দাঁতমারার মোহাম্মদপুর এলাকায় বন বিভাগের সংরক্ষিত বনের মধ্য দিয়ে পাহাড় কর্তন করায় ১ টি স্কেভেটর ও একটি ড্রাম ট্রাক, নারায়ণহাট এলাকায় হালদা ভ্যালি চা বাগানের পাশে কৃষি জমির টপসয়েল কাটায় চা বাগান কর্তৃপক্ষ এর ১ টি স্কেভেটর ও একটি ড্রাম ট্রাক এবং বাগানবাজার ইউনিয়নে গার্ডের দোকান এলাকায় পাহাড় কাটার দায়ে ১টি স্কেভেটর ও ৩ টি ড্রাম ট্রাক জব্দ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন,পাহাড় কাটা,জমির টপসয়েল,হালদার পাহাড় কাটা ও বালি উত্তোলনে জিরো টলারেন্সে অবস্থান করে আমরা অভিযান চালিয়ে যাচ্ছি। কে কাটছে,কার গাড়ি বা কারো তদবির আমরা দেখিনা। এ ব্যাপারে কাউকে ছাড় নেই। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে তিনি জানান। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |