কুড়িগ্রামে পুলিশের অভিযানে ৪৮৫ পিস ইয়াবা উদ্ধারসহ বিভিন্ন মামলায় ৩৩ জন গ্রেফতার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামে পুলিশের অভিযানে ৪৮৫ পিস ইয়াবা উদ্ধারসহ বিভিন্ন মামলায় ৩৩ জন গ্রেফতার কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া সূত্র জানায়,গতকাল সোমবার দুপুরের দিকে কুড়িগ্রাম জেলার রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম রৌমারী থানাধীন যাদুরচর ইউনিয়নের দুবলাবাড়ী গ্রামের দুবলাবাড়ী হাফিজিয়া মাদ্রাসার পশ্চিম পার্শ্বে কাচা রাস্তার উপর থেকে মাদক বিক্রির সময় খেওয়ার চর গ্রামের মাদক কারবারি আঃ রশিদ (৫৭) ও বকবান্দা গ্রামের আব্দুল ফরিদ (৫২) নামের ২ ব্যাক্তিকে ৪৮৫ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। অপরদিকে জেলার বিভিন্ন থানার পুলিশ গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযান পরিচালনা করে জিআর ওয়ারেন্ট মূলে ০৬ জন (রাজারহাট-০১, উলিপুর-০৩, ফুলবাড়ী-০১, ভূরুঙ্গামারী-০১), সিআর ওয়ারেন্ট মূলে ০৫ জন (ভূরুঙ্গামরী-০১, রৌমারী-০৪), সাজা সিআর ওয়ারেন্ট মূলে০১ জন (ভূরুঙ্গামারী), সাজা সিবর ওয়ারেন্ট মূলে ০২ জন (উলিপুর-০১, চিলমারী-০১), নিয়মিত মামলায় গ্রেফতার ১৪ জন (উলিপুর-২, নাগেশ্বরী-০২, ভূরুঙ্গামারী-০৮, রৌমারী-০২), ৩৪ ধারায় ০৩ জন (কুড়িগ্রাম) মোট ৩১ জন আসামী সহ মোট ৩৩ জনকে গ্রেফতার করেছে। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ রুহুল আমীন বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ফৌজদারি অপরাধ যেমন চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতন সহ শান্তিনবিনষ্ট কারী, উগ্রবাদ, সাইবার অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |