ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৭ ফেব্রুয়ারি ২০২৫ ২৩ মাঘ ১৪৩১
গুগল আপনার সম্পর্কে কতটুকু জানে বুঝবেন কীভাবে?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 17 November, 2023, 4:13 PM

গুগল আপনার সম্পর্কে কতটুকু জানে বুঝবেন কীভাবে?

গুগল আপনার সম্পর্কে কতটুকু জানে বুঝবেন কীভাবে?

আমাদের জীবনের সবকিছুর সঙ্গে গুগল ওতপ্রোতভাবে জড়িয়ে। ইন্টারনেট সংযোগ থাকলেই হলো। কিছুই অজানা থাকে না আজ। এখন তো আপনার সব ডাটাই গুগলের কাছে রয়েছে। কিন্তু গুগলের কাছে কতটুকু ডাটা রয়েছে? তারা সম্প্রতি প্রাইভেসির কথা বলছে। কিন্তু কতটা বিশ্বাসযোগ্য? আর আপনার যেসব ডাটা তাদের কাছে রয়েছে তা জানবেন কিভাবে?

জানার কি আদৌ উপায় রয়েছে? আছে তো বটেই। নিজের ব্যাপারে গুগল সার্চে কিছু হয়তো পাবেন না। আপনার সম্পর্কিত কিছু একান্ত ব্যক্তিগত তথ্য সেখানে দেখতে পেয়ে আশ্চর্য হবেন বৈকি। অনেক পুরনো কিছু ছবি বা সেই ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময়ের কিছু পুরনো মেসেজ, ইউজারনেম থেকে শুরু করে আরও অনেক তথ্য কি চলে আসে সেখানে। সামাজিক যোগাযোগমাধ্যমে আপনার সরব উপস্থিতির কারণেই এসব তথ্য সার্চে আসে। অনেক ক্ষেত্রে আপনার বাড়ির ঠিকানা বা ফোন নম্বর পর্যন্ত চলে আসতে পারে। আপনার স্বার্থে এমন কিছু মোটেও নিরাপদ নয়।

ব্যবহারকারীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই গুগল একটি নতুন ফিচার এনেছে। সেই ফিচারে ব্যবহারকারীদের সতর্ক করা হয়, যখন তাদের ব্যক্তিগত তথ্য বিশেষ করে কন্ট্যাক্টের তথ্য গুগল সার্চ কোয়্যারিতে প্রদর্শিত হয়। ফিচারের নাম ‘রেজাল্টস আবাউট ইউ’। কখন, কোথা থেকে একজন ইউজারের তথ্য সার্চ ইঞ্জিনে এসেছিল, এই ফিচার যেমন সেই দিকটাও তুলে ধরতে পারে, তেমনই আবার গুগলের রেজাল্ট থেকে পেজটিকে সরিয়েও দিতে পারে।

যাদের জীবনে সাইবার ও অন্যান্য ঝুঁকির সম্ভাবনা রয়েছে, তাদের জন্য এই রেজাল্টস আবাউট ইউ ফিচারটি অত্যন্ত সহায়ক হবে। গুগলের প্রাইভেসি সেটিংস এবং অন্যান্য আসন্ন ফিচারের সঙ্গে যুক্ত করা রয়েছে এই রেজাল্টস আবাউট ইউ বৈশিষ্ট্যটি।

ফিচারটি অন করার সহজ উপায়

আপনার গুগল অ্যাকাউন্টে ডিফল্ট হিসেবে জিমেইল অ্যাকাউন্টে সাইন ইন করে থাকুন।
চলে যান রেজাল্টস আবাউট ইউ অ্যাক্টিভিটি পেজে।
এবার গেট স্টার্টেড অপশনে ক্লিক করুন এবং অন-স্ক্রিন প্রম্পটগুলোকে ফলো করুন।
গুগল আপনাকে যে কোনো যোগাযোগের তথ্য যোগ করতে বলবে, যেখানে আপনি অ্যালার্ট পেতে চান। ব্যবহারকারীরা
একাধিক নাম, ঠিকানা, ফোন নম্বর এবং ই-মেইল যোগ করতে পারেন।
গুগলের ফর্মে চাওয়া তথ্যগুলো নিশ্চিত করুন এবং আপনি নোটিফায়েড হতে চান, সেই বিষয়টিরও উল্লেখ করুন। আপনি চাইলে গুগল আপনার ই-মেইলেও নোটিফিকেশন পাঠাতে পারে।

স্বয়ংক্রিয়ভাবে গুগল সার্চ রেজাল্ট স্ক্যান করবে আপনার ব্যক্তিগত তথ্যের জন্য। যদি সত্যিই কোনো তথ্য দেওয়া থাকে,
তাহলে আপনাকে সে বিষয়ে জানানো হবে। প্রাথমিক ভাবে স্ক্যানিংয়ের জন্য কিছুটা সময় লাগবে।
এবার রেজাল্টস আবাউট ইউ পেজে। সেখান থেকেই আপনার কনট্যাক্ট তথ্য এডিট করা যাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ। কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status