ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৮ নভেম্বর ২০২৫ ২৩ কার্তিক ১৪৩২
ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ৩দিনব্যাপী ইরাসমাস+ সিবিএইচই হারমনি প্রকল্পের চতুর্থ জাতীয় সম্মেলন শুরু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 17 November, 2023, 10:39 PM

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ৩দিনব্যাপী ইরাসমাস+ সিবিএইচই হারমনি প্রকল্পের চতুর্থ জাতীয় সম্মেলন শুরু

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ৩দিনব্যাপী ইরাসমাস+ সিবিএইচই হারমনি প্রকল্পের চতুর্থ জাতীয় সম্মেলন শুরু

"আন্তর্জাতিককরণ এবং ভার্চুয়াল এক্সচেঞ্জ: ইউরোপীয় ইউনিয়ন এবং এশিয়ান দেশগুলির মধ্যে সীমানাবিহীন" প্রতিপাদ্যের উপর ভিত্তি করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এর ইরাসমাস + সিবিএইচই হারমনি প্রকল্পের ৩ দিনব্যাপী ৪র্থ জাতীয় সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এই কনসোর্টিয়ামের সদস্য হিসেবে, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) বাংলাদেশে ড্যাফোডিল স্মার্ট সিটিতে এই সম্মেলনের আয়োজন করছে।

হারমোনি কনসোর্টিয়ামের এই সম্মেলনের প্রাথমিক উদ্দেশ্য প্রকল্প অংশগ্রহণকারীদের মধ্যে সহযোগিতার প্রচার, জ্ঞান ভাগ করা এবং গবেষণার ফলাফলগুলি প্রদর্শন করা। এটি ইরাসমাস+ প্রোগ্রামের মধ্যে বিভিন্ন দেশে উচ্চশিক্ষায় সহযোগিতা এবং গুণমান বাড়ানোর জন্য একটি প্ল্য্যাটফর্ম হিসেবেও কাজ করবে। বাংলাদেশ, ভারত, ভিয়েতনাম, বুলগেরিয়া, লিথুয়ানিয়া, স্পেন এবং শ্লোভেনিয়া থেকে মোট ৫০ জন প্রতিনিধি এই সম্মেলনে যোগ দিয়েছেন।

স্পেনের জারাগোজা বিশ্ববিদ্যালয়েরর আন্তর্জাতিক সম্পর্কের সহযোগী ডিন এবং ইরাসমাস+ সিবিএইচই হারমনি প্রকল্পের  সমন্বয়কারী প্রফেসর রাফায়েল পাবলো মিগুয়েল গঞ্জালেজ, ৪র্থ জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান, প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস এম মাহাবুব উল হক মজুমদার, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব) এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ইমরান রহমান, বুলগেরিয়ার ভার্না ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্টের সভাপতি প্রফেসর টোডর কোলেভ রাদেভ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইরাসমাস+এর আ লিক প্রকল্প ব্যবস্থাপক (এশিয়া) ডঃ মোঃ আশিকুর রহমান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক বিষয়ক পরিচালক ড. মোঃ ফোখরে হোসেন, এবং উপ-পরিচালক  সৈয়দ রায়হান উল ইসলাম এবং সাংবাদিকতা মিডিয়া এবং যোগাযোগ বিভাগের শিক্ষার্থী তানভীর রহমান।

হারমোনী প্রকল্পের লক্ষ্য ভারত, বাংলাদেশ এবং ভিয়েতনামের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের আধুনিকীকরণ, অ্যাক্সেসযোগ্যতা এবং আন্তর্জাতিকীকরণে সহায়তা করা এবং ইউরোপীয় বিশ্ববিদ্যালয় এবং এশিয়ান বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে সহযোগিতায় অবদান রাখা। হারমোনী প্রকল্পের সামগ্রিক উদ্দেশ্য এবং অংশীদার দেশগুলির মূল ভিত্তি হল উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সংস্কার প্রক্রিয়াগুলিকে প্রভাবিত করা এবং ট্রিগার করা, যা তাদেরকে শিক্ষা, গবেষণা, গতিশীলতা এবং পরিষেবার বিধানে কৌশলগতভাবে আন্তর্জাতিকীকরণ পরিচালনা করতে সক্ষম করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status