ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৮ জানুয়ারি ২০২৬ ৪ মাঘ ১৪৩২
দ্য বডি শপের ‘এন্ড অব সিজন সেল’, থাকছে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 13 January, 2026, 6:04 PM

দ্য বডি শপের ‘এন্ড অব সিজন সেল’, থাকছে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়

দ্য বডি শপের ‘এন্ড অব সিজন সেল’, থাকছে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়

স্বনামধন্য ব্রিটিশ নৈতিক প্রসাধনী ব্র্যান্ড দ্য বডি শপ তাদের ‘এন্ড অব সিজন সেল’ ঘোষণা করেছে। এ সেল উপলক্ষে আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচিত পণ্যে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে ব্র্যান্ডটি।

মাসব্যাপী এই সেল কার্যক্রমে বডিকেয়ার, হেয়ারকেয়ার, স্কিনকেয়ার ও ফ্র্যাগরেন্স—সব ক্যাটাগরির পণ্যে আকর্ষণীয় ছাড় পাওয়া যাবে। বিশেষ করে দ্য বডি শপের জনপ্রিয় বেস্ট-সেলিং পণ্যগুলোর ওপর থাকছে উল্লেখযোগ্য মূল্যছাড়।

সেল অফারে ক্রেতারা কিনতে পারবেন মোরিঙ্গা বডি লোশন, স্ট্রবেরি বডি ইয়োগার্টসহ বিভিন্ন জনপ্রিয় পণ্য। পাশাপাশি সিগনেচার সেন্টস হোয়াইট মাস্ক, ফুল রোজ ও ব্রিটিশ রোজ ইডিটি ফ্র্যাগরেন্সেও থাকছে বিশেষ ছাড়। স্কিন কেয়ার রুটিন আরও কার্যকর করতে ভিটামিন সি গ্লো বুস্ট ও ভিটামিন ই ইনটেন্স ময়েশ্চারাইজারের মতো পণ্যে দিচ্ছে বিশেষ সুবিধা।

প্রাকৃতিক উপাদানে তৈরি ও পরিবেশবান্ধব প্রসাধনী ব্যবহারে ক্রেতাদের উৎসাহিত করতেই এই মাসব্যাপী সেল কার্যক্রম চালু করা হয়েছে বলে জানিয়েছে ব্র্যান্ডটি। দ্য বডি শপ দীর্ঘদিন ধরে নৈতিক ও পরিবেশবান্ধব উপায়ে মানসম্পন্ন বিউটি পণ্য উৎপাদন করে আসছে।

আগ্রহী ক্রেতারা দেশের বিভিন্ন দ্য বডি শপ স্টোরে গিয়ে এই সেলের আওতায় ব্র্যান্ডটির সম্পূর্ণ কালেকশন ঘুরে দেখতে এবং পছন্দের পণ্য কিনতে পারবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status