|
দ্য বডি শপের ‘এন্ড অব সিজন সেল’, থাকছে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়
নতুন সময় ডেস্ক
|
![]() দ্য বডি শপের ‘এন্ড অব সিজন সেল’, থাকছে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় মাসব্যাপী এই সেল কার্যক্রমে বডিকেয়ার, হেয়ারকেয়ার, স্কিনকেয়ার ও ফ্র্যাগরেন্স—সব ক্যাটাগরির পণ্যে আকর্ষণীয় ছাড় পাওয়া যাবে। বিশেষ করে দ্য বডি শপের জনপ্রিয় বেস্ট-সেলিং পণ্যগুলোর ওপর থাকছে উল্লেখযোগ্য মূল্যছাড়। সেল অফারে ক্রেতারা কিনতে পারবেন মোরিঙ্গা বডি লোশন, স্ট্রবেরি বডি ইয়োগার্টসহ বিভিন্ন জনপ্রিয় পণ্য। পাশাপাশি সিগনেচার সেন্টস হোয়াইট মাস্ক, ফুল রোজ ও ব্রিটিশ রোজ ইডিটি ফ্র্যাগরেন্সেও থাকছে বিশেষ ছাড়। স্কিন কেয়ার রুটিন আরও কার্যকর করতে ভিটামিন সি গ্লো বুস্ট ও ভিটামিন ই ইনটেন্স ময়েশ্চারাইজারের মতো পণ্যে দিচ্ছে বিশেষ সুবিধা। প্রাকৃতিক উপাদানে তৈরি ও পরিবেশবান্ধব প্রসাধনী ব্যবহারে ক্রেতাদের উৎসাহিত করতেই এই মাসব্যাপী সেল কার্যক্রম চালু করা হয়েছে বলে জানিয়েছে ব্র্যান্ডটি। দ্য বডি শপ দীর্ঘদিন ধরে নৈতিক ও পরিবেশবান্ধব উপায়ে মানসম্পন্ন বিউটি পণ্য উৎপাদন করে আসছে। আগ্রহী ক্রেতারা দেশের বিভিন্ন দ্য বডি শপ স্টোরে গিয়ে এই সেলের আওতায় ব্র্যান্ডটির সম্পূর্ণ কালেকশন ঘুরে দেখতে এবং পছন্দের পণ্য কিনতে পারবেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
