ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৩ ডিসেম্বর ২০২৫ ১৭ অগ্রহায়ণ ১৪৩২
কুড়িগ্রামে ঘাসফড়িং পাঠাগারের শুভ উদ্বোধন
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Monday, 1 December, 2025, 6:16 PM

কুড়িগ্রামে ঘাসফড়িং পাঠাগারের শুভ উদ্বোধন

কুড়িগ্রামে ঘাসফড়িং পাঠাগারের শুভ উদ্বোধন

কুড়িগ্রাম জেলা শহরের ধরলা ব্রিজের পূর্বপ্রান্তে মাধবগ্রাম মৌজাধীন সনাতন পাড়ায় ঘাসফড়িং নামে একটি পাঠাগারের উদ্বোধন করা হয়েছে। আজ ১ ডিসেম্বর বিকেলে পাঠাগারটির শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন পাঠাগারের প্রতিষ্ঠাতা কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সুশান্ত বর্মণ। এ সময় উপস্থিত ছিলেন দেশব্যাপী আলোচিত পাঠাগার নির্মানের অন্যতম ব্যক্তিত্ব ও পাঠাগার সংগঠক জনাব জয়নাল আবেদীন। 

পাঠাগার সংগঠক পলাশ কুমার রায়, চ্যানেল আই- এর কুড়িগ্রাম জেলা প্রতিনিধি বাবু শ্যামল ভৌমিক, ডেইলি সান প্রতিনিধি জনাব ওহায়েদ, সমকাল প্রতিনিধি সুজন মোহন্ত, নতুন সময় প্রতিনিধি আহম্মেদুল কবির, শিক্ষক জ্যোতির্ময় বর্মণ, চিকিৎসক অমূল্য চন্দ্র, কবি সাম্য রাইয়ান, মোকলেছুর রহমান, আবৃত্তিকার ও লেখক নুসরাত জাহান, সাহিত্য ও বইপ্রেমী রেদওয়ান পর্ব, রাজ্যজ্যোতি, নিলয় চন্দ্র প্রমূখ।

প্রদীপ শিখা জ্বালিয়ে ও ফিতা কেটে পাঠাগাররটির উদ্বোধন শেষে প্রতিষ্টাতা জনাব সুশান্ত বর্মন বলেন,  দীর্ঘদিন থেকে অবহেলিত কুড়িগ্রাম জেলা শহরের ধরলা ব্রিজ এলাকায় ভুটানের অর্থনৈতিক জোন হচ্ছে, বৃহৎ বিনোদন পার্ক হচ্ছে। 

দুই প্রান্তে দুটি স্কুল রয়েছে। ইতোমধ্যে অনেক লোকসমাগম বেড়েছে, নতুন নতুন ঘরবাড়ি তৈরি হচ্ছে, শিশু- কিশোর বৃদ্ধি পেয়েছে, অনেক ছাত্রছাত্রী রয়েছে। এই প্রেক্ষাপটে এখানে একটি পাঠাগারের প্রয়োজন বোধ করে আজ পাঠাগারটি উদ্বোধন করা হলো। 

আগামি ৫ বছরের মধ্যে পাঠাগারটির অবকাঠামোর সার্বিক উন্নয়নে তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং বলেন, বিশেষ করে শিশুদের বই পড়াতে আগ্রহ সৃষ্টি করা, তাদের হাতে পছন্দের বই পৌঁছে দেয়া, নতুন নতুন বইয়ের সন্ধান দেয়া, বই রিভিউ কার্যক্রমে সম্পৃক্ত করা, বই চিনতে সহযোগিতা করা, বই পাঠের আনন্দ ছড়িয়ে দেয়ার লক্ষ্যকে সামনে রেখে পাঠাগারটির উদ্বোধন করা হলো। তিনি বই পড়তে এবং বইয়ের সাথে ভালোবাসা তথা বইয়ের ডানায় স্বপ্ন উড়ান এমন সকলকে পাঠাগারটির সাথে সম্পৃক্ত থাকার আহ্বান জানান। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status