|
নলডাঙ্গায় ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র বাস্তবায়ন নির্দেশিকা ২০২৪ প্রশিক্ষণ অনুষ্ঠিত
মোঃ রাসেল, নাটোর
|
![]() নলডাঙ্গায় ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র বাস্তবায়ন নির্দেশিকা ২০২৪ প্রশিক্ষণ অনুষ্ঠিত ২৭ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে সভাপতিত্ব করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, নলডাঙ্গা আয়োজিত এবং Supporting Implementation of Mother and Child Benefit Program, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীদেরকে নির্দেশিকার বিভিন্ন দিক, বাস্তবায়ন কৌশল এবং মা–শিশুর পুষ্টি ও স্বাস্থ্যসুরক্ষায় কর্মসূচির ভূমিকা তুলে ধরা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ সুমি আখতার। প্রশিক্ষণে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডা. মোঃ জুনায়েদ হোসেন লেনীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,সুমন সরকার সমাজসেবা কর্মকর্তা,মোঃ নজরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা, এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে বক্তারা বলেন, “যত্নে রাখি শিশু ও মা, গড়ি আগামীর সম্ভাবনা”—এই মূলমন্ত্রে পরিচালিত মা ও শিশু সহায়তা কর্মসূচি দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, পুষ্ট ও দক্ষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সুষ্ঠু বাস্তবায়নের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
