ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৯ নভেম্বর ২০২৫ ১৩ অগ্রহায়ণ ১৪৩২
তেঁতুলিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ -২০২৫ উপলক্ষ্যে প্রাণিসম্পদ মেলা
মুস্তাক আহমেদ, পঞ্চগড়
প্রকাশ: Thursday, 27 November, 2025, 11:16 AM

তেঁতুলিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ -২০২৫ উপলক্ষ্যে প্রাণিসম্পদ মেলা

তেঁতুলিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ -২০২৫ উপলক্ষ্যে প্রাণিসম্পদ মেলা

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ -২০২৫ উদযাপন উপলক্ষ্যে প্রাণিসম্পদ প্রদর্শণীর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এবছর  ‘‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি" এই প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণি সম্পদ প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে।  

বর্নাঢ্য র‌্যালীর মাধ্যমে দিনব্যাপী এই উদ্বোধণী অনুষ্ঠানে আলোচনা সভার পাশাপাশি শ্রেষ্ট স্টল সহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কার বিতরণ করা হয়েছে। উদ্বোধন শেষে প্রাণি সম্পদ প্রদর্শনীর প্রায় ৩০ টিরও অধিক স্টল পরিদর্শন করেন অতিথিরা।

বুধবার (২৬ নভেম্বর) উপজেলার ডাকবাংলো সড়কের পাশে ঈদগাহ বস্তির জারুল বাগানে প্রদর্শন মেলার আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেইনারি হাসপাতাল।    

তিরনইহাট ইউনিয়নের ছাগল খামারী রৌশনারা এবং বোয়ালমারী এলাকার খামারী শামিমা বেগম অনুষ্ঠানের বক্তব্যে বলেন, আমরা লেখাপড়া করে ডিগ্রী নিয়ে চাকুরীর আশা না করে, আমরা ছাগল খামারের উদ্যোগ গ্রহণ করি। এই খামার করে আমরা স্বাবলম্বী হয়ে বর্তমানে আমরা প্রতি বছর ২ লক্ষ টাকার ছাগল বিক্রি করে লাভবান হচ্ছি। 

অনুষ্ঠানে উপজেলা প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. রেজাউল ইসলামের সঞ্চালনায় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী  ম্যাজিস্ট্রেট  এস. এম আকাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা, সহকারি প্রোগ্রামার, আনসার ভিডিপি কর্মকর্তা, তেঁতুলিয়া মডেল থানার সাব-ইন্সপেক্টর (এস আই) আব্দুল মালেক ছাড়াও  উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারি ও উপজেলার বিভিন্ন পর্যায়ের খামারীগণ। 

মন্তব্য:   এ  ধরণের প্রদর্শনীর মাধ্যমে নতুন নতুন খামারি উদ্যোক্তা তৈরি হচ্ছে। যা দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। এ জন্য খামারীদের উন্নয়নে প্রাণি সম্পদ কার্যালয়ের কর্মকর্তাদের নজর দিতে হবে। খামারী প্রণোদনা দিতে হবে প্রকৃত খামারীদের। পাশাপাশি খামারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করাসহ প্রাণি সম্পদ দপ্তরগুলোতে জনবল বাড়াতে হবে। 

প্রদর্শনী মেলায় স্থান পেয়েছে ৩০টি ষ্টল। এসব স্টলে গরু, মহিষ, বিভিন্ন প্রজাতির ছাগল, খরগোস, ভেড়া, হাঁস, মুরগী, সৌখিন পাখি। 



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status