ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৯ নভেম্বর ২০২৫ ১৩ অগ্রহায়ণ ১৪৩২
শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশ অনূর্ধ্ব–১৭ দলে জায়গা পেলেন খাগড়াছড়ির কাউসার আহমেদ
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
প্রকাশ: Wednesday, 26 November, 2025, 9:26 PM
সর্বশেষ আপডেট: Thursday, 27 November, 2025, 12:57 PM

শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশ অনূর্ধ্ব–১৭ দলে জায়গা পেলেন খাগড়াছড়ির কাউসার আহমেদ

শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশ অনূর্ধ্ব–১৭ দলে জায়গা পেলেন খাগড়াছড়ির কাউসার আহমেদ

আসন্ন শ্রীলঙ্কা অনূর্ধ্ব–১৭ দলের বিপক্ষে পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এ দলে জায়গা করে নিয়েছেন খাগড়াছড়ি জেলার মিলনপুর এলাকার উদীয়মান প্রতিভা কাউসার আহমেদ। পাহাড়ি জেলা খাগড়াছড়ি থেকে জাতীয় পর্যায়ের বয়সভিত্তিক দলে তার এই অন্তর্ভুক্তি স্থানীয় ক্রীড়াঙ্গনে এনে দিয়েছে আনন্দের ঢেউ ।

মাত্র ১৭ বছর বয়সী কাউসারের ক্রিকেট যাত্রা শুরু স্থানীয় মাঠেই । ছোটবেলা থেকেই খেলাধুলায় আগ্রহী এই তরুণের ক্রিকেটে উঠে আসার পেছনে রয়েছে পরিবার–পরিজনের অবিচল সমর্থন । তার পিতা আব্দুল আজিজ স্থানীয়ভাবে একটি ফার্নিচারের দোকান পরিচালনা করেন । 

জীবনের ব্যস্ততা সত্ত্বেও ছেলের খেলাধুলার প্রতি আগ্রহকে সর্বোচ্চ উৎসাহ দিয়ে এসেছেন তিনি । বর্তমানে কাউসার পড়াশোনা করছেন দেশের অন্যতম ক্রীড়াবিদ তৈরির প্রতিষ্ঠান বিকেএসপি (বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান)–এ । সেখানে পড়ে তিনি পাচ্ছেন আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও সুশৃঙ্খল ক্রীড়া পরিবেশ ।

খাগড়াছড়ির অনূর্ধ্ব–১৪ ও অনূর্ধ্ব–১৬ দলে খেলার মাধ্যমে বয়সভিত্তিক কাঠামোয় নিজেকে দারুণভাবে প্রতিষ্ঠা করেছেন তিনি । ব্যাট হাতে টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে ধীরস্থির ইনিংস গড়া, পরিস্থিতি অনুযায়ী শট নির্বাচন এবং উইকেটের পেছনে দ্রুত রিফ্লেক্স—এই তিন গুণেই কোচ, নির্বাচক এবং ক্রিকেট সংশ্লিষ্টদের নজর কাড়েন কাউসার ।
ক্রিকেটার হিসেবে তার অন্যতম শক্তি হলো ধারাবাহিকতা ও মাঠে ম্যাচ সচেতনতা ।

যে কোনো বয়সভিত্তিক টুর্নামেন্টেই তিনি দলের নির্ভরযোগ্য উইকেটকিপার–ব্যাটার হিসেবে ভূমিকা রেখেছেন ।

খাগড়াছড়ি ক্রিকেট একাডেমিতে কোচ মোঃ মোজাহিদ বাবুর হাতে গড়ে উঠেছেন কাউসার। নিয়মিত অনুশীলন, কঠোর ফিটনেস অনুশীলন, নেট প্র্যাকটিস, ম্যাচ সিমুলেশন—সব মিলিয়ে তিনি নিজেকে নিয়ে গেছেন নতুন উচ্চতায়। বিকেএসপিতে যাওয়ার পর তার টেকনিক, শৃঙ্খলাবোধ এবং ম্যাচ রিডিং–ক্ষমতা আরও পরিপক্ব হয়েছে।

কাউসারের নিজের ভাষ্য অনুযায়ী, দেশের জার্সি গায়ে জাতীয় দলের হয়ে মাঠে নামা—এটাই তার আজীবনের বড় স্বপ্ন । আর সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে তিনি কঠোর পরিশ্রম করে যাচ্ছেন প্রতিদিন।

অনূর্ধ্ব–১৭ দলে জায়গা পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই মিলনপুরসহ গোটা খাগড়াছড়ি জুড়ে আনন্দের আমেজ ছড়িয়ে পড়ে । স্থানীয় ক্রীড়া ব্যক্তিত্ব, বন্ধুবান্ধব, শিক্ষার্থী ও সাধারণ মানুষ কাউসারের এই অর্জনকে জেলার জন্য এক গর্বের মুহূর্ত হিসেবে দেখছেন । অনেকেই আশা করছেন—কাউসার একদিন জাতীয় দলের তারকা ক্রিকেটার হিসেবে দেশের প্রতিনিধিত্ব করবেন।

তারা আরও বলেন, কাউসারের সাফল্য পাহাড়ি জেলার তরুণদের মধ্যে নতুন প্রেরণার সৃষ্টি করবে । কাউসারও সকলের কাছে দোয়া ও শুভকামনা চেয়েছেন সামনে আরও ভালো করার লক্ষ্যে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর আনিসুল আলম আনিক কাউসারের সাফল্যে সন্তোষ প্রকাশ করে বলেন, “কাউসার শুধু ক্রীড়াঙ্গনের নয়, পুরো খাগড়াছড়ির গর্ব । তার এই অর্জন জেলার তরুণদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে । আমার প্রত্যাশা—খাগড়াছড়ি থেকে আরও অনেক প্রতিভাবান খেলোয়াড় এভাবেই জাতীয় পর্যায়ে উঠে আসুক ।”

গত ২৪ নভেম্বর বাংলাদেশে পৌঁছেছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব–১৭ দল । তাদের বিপক্ষে টাইগার জুনিয়ররা খেলবে— দুটি তিন দিনের ম্যাচ, তিনটি ওয়ানডে প্রথম তিন দিনের ম্যাচ: ২৮ নভেম্বর, শেরে–ই–বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুরে। 

দ্বিতীয় তিন দিনের ম্যাচ: ৩ ডিসেম্বর, বসুন্ধরা স্টেডিয়ামে। ওয়ানডে সিরিজ: ৭, ৯ ও ১২ ডিসেম্বর—শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, চট্টগ্রামে। এবারের স্কোয়াডে অদ্রিত ঘোষসহ বেশ কয়েকজন প্রতিশ্রুতিশীল ক্রিকেটার সুযোগ পেয়েছেন । তবে নিঃসন্দেহে আলোচনার কেন্দ্রে রয়েছেন খাগড়াছড়ির উদীয়মান তারকা কাউসার আহমেদ।

বাংলাদেশের আগামী প্রজন্মের ক্রিকেটে যে পরিবর্তন ও সম্ভাবনার বাতাস বইছে, কাউসার আহমেদ সে ধারারই একজন শক্তিশালী প্রতিনিধি । তার প্রতি খাগড়াছড়িবাসীসহ সারাদেশের ক্রিকেটপ্রেমীদের আন্তরিক শুভকামনা—কাউসার আরও এগিয়ে যাক, সাফল্যের শিখরে ছুঁয়ে যাক জাতীয় দলের স্বপ্ন ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status