|
ভূরুঙ্গামারীতে ধানের শীষের পক্ষে ছাত্রদলের গণজোয়ার গড়ার ঘোষণা
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
|
![]() ভূরুঙ্গামারীতে ধানের শীষের পক্ষে ছাত্রদলের গণজোয়ার গড়ার ঘোষণা বুধবার (২৬ নভেম্বর) জেলা ছাত্রদলের তত্ত্বাবধানে উপজেলা ছাত্রদল, ভূরুঙ্গামারী সরকারি কলেজ ও সোনাহাট ডিগ্রি কলেজ ছাত্রদলের আয়োজনে উপজেলা হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহছান। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক অর্ক দীপ সাহা। এছাড়া উপজেলা, কলেজ শাখা ও ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদল আহ্বায়ক মিজানুর রহমান মিন্টু এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মাইদুল হোসাইন। সভায় বক্তারা বলেন, ঘরে ঘরে ধানের শীষের প্রচার, তরুণ ভোটারদের কাছে নির্বাচনী বার্তা পৌঁছে দেওয়া, কেন্দ্রভিত্তিক স্বেচ্ছাসেবক দল গঠন এবং নির্বাচনের দিন সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন করতে হবে। কুড়িগ্রাম-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানাকে বিজয়ী করতে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। এসময় বক্তারা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ছাত্রদলকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করার আহ্বান জানান। সভা শেষে ছাত্রদলের পক্ষ থেকে উপজেলার দশটি ইউনিয়নে নির্বাচন পরিচালনা কমিটির নাম ঘোষণা করেন জেলা ছাত্রদল সভাপতি। এতে উপজেলার ১০ ইউনিয়ন ও ওয়ার্ড থেকে প্রায় চার শতাধিক ছাত্রদল নেতাকর্মী উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
