কালিহাতা মাহমুদিয়া আলিম মাদ্রাসায় ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত
এ এইচ অনিক
প্রকাশ: Wednesday, 26 November, 2025, 7:38 PM
কালিহাতা মাহমুদিয়া আলিম মাদ্রাসায় ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত
বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কালিহাতা মাহমুদিয়া আলিম মাদ্রাসা-এর নতুন ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ জলিল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জালাল মল্লিক, সাংগঠনিক সম্পাদক মো. শাহিন সিকদার, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মুখতার হোসাইন, বামরাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও প্রভাষক আব্দুল হালিম হাওলাদার।
দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. নাসরুল্লাহ। এ ছাড়াও উপস্থিত ছিলেন উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও অভিভাবক সদস্য মো. নাসির উদ্দিন শরীফ, বামরাইল ইউনিয়ন শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি ও বিদ্যুৎসাহী সদস্য মো. সপন ফকির, বামরাইল ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, অভিভাবক সদস্য মো. আজিজুল হাওলাদার, শামসুল হকসহ মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বিভিন্ন সামাজিক-রাজনৈতিক নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সৈয়দ জলিল মাদ্রাসার সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং উন্নয়ন ও শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।