|
মানিকগঞ্জের দৌলতপুরে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়
কাউছার আহমেদ ,দৌলতপুর
|
![]() মানিকগঞ্জের দৌলতপুরে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় মতবিনিময় সভায় নবাগত ওসি মো. শাহিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মামুন মিয়া পলাশ, সাধারণ সম্পাদক মো. সালমান খান, সহ সভাপতি মো. নুরুল ইসলাম,সাবেক সভাপতি মো. শাহ আলম,সাবেক কার্যকরী সদস্য মো. আমিনুল ইসলাম প্রমুখ। নবাগত ওসি মো. শাহিনুল ইসলাম আইনশৃঙ্খলা রক্ষায় গণমাধ্যমকর্মীদের সহযোগিতার অনুরোধ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমি অল্প কিছুদিন যোগদান করেছি। যোগদানের পর থেকে এ থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমি আমার পুরো টিমকে সাথে নিয়ে সক্রিয়ভাবে কাজ করছি। দৌলতপুর থানা এলাকার আইনশৃঙ্খলা রক্ষা করতে সকলের সহযোগিতা প্রয়োজন। মাদক, চুরি, ছিনতাই ও জুয়ার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। আশা করি পুলিশ, সাংবাদিক ও জনগণ মিলে-মিশে কাজ করলে সমাজ থেকে সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে থাকবে। এসময় দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
