|
নালিতাবাড়ীতে সামাজিক বন্ধন দৃঢ়করণ ও সহিংসতা প্রতিরোধে কমিউনিটি মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত
জাহাঙ্গীর হোসেন, শেরপুর
|
![]() নালিতাবাড়ীতে সামাজিক বন্ধন দৃঢ়করণ ও সহিংসতা প্রতিরোধে কমিউনিটি মোবিলাইজেশন সভা অনুষ্ঠিত সাবলম্বী উন্নয়ন সমিতির আয়োজনে মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার সীমান্তবর্তী রামচন্দ্রকুড়া ইউনিয়নের বৈশাখী বাজার এলাকায় ওই সভার আয়োজন করা হয়। উপজেলা যুব ফোরামের সভাপতি অভিজিৎ সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী ফিরোজ আহম্মেদ, আব্দুল জলিল, আবু রাসেল, রিয়াজুল ইসলাম প্রমুখ। সভায় বক্তাগণ বলেন সমাজে শান্তি বজায় রাখতে পারস্পরিক বোঝাপড়া, সহনশীলতা ও সক্রিয় সামাজিক অংশগ্রহণ অত্যন্ত প্রয়োজন। পরিবার, সমাজ ও তরুণ প্রজন্মকে সহিংসতা থেকে দূরে রাখতে সচেতনতা কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তারা। পরে বাউল শিল্পী ইয়াকুব আলী ও তাঁর দলের পরিবেশনায় শান্তি, সম্প্রীতি ও গণতন্ত্র নিয়ে গান পরিবেশিত হয়৷ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
