ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৯ নভেম্বর ২০২৫ ১৩ অগ্রহায়ণ ১৪৩২
হানিওয়েল কারখানা বন্ধ ঘোষণা, আজও শ্রমিক বিক্ষোভ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 25 November, 2025, 4:22 PM

হানিওয়েল কারখানা বন্ধ ঘোষণা, আজও শ্রমিক বিক্ষোভ

হানিওয়েল কারখানা বন্ধ ঘোষণা, আজও শ্রমিক বিক্ষোভ

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী আমবাগ এলাকায় হানিওয়েল গার্মেন্টস্ লিঃ তৈরীজাত পোষাক কারখানা ১৩ (১) ধারা মোতাবেক বন্ধ ঘোষণা করেছেন কর্তৃপক্ষ। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় কারখানার মূল ফটকে এই বন্ধের নোটিশ সাঁটিয়ে দেয়া হয়।

হানিওয়েল গার্মেন্টস্ লিমিটেডের সহকারী মহা-ব্যবস্থাপক (এডমিন এন্ড ফাইন্যান্স) স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয় গতকাল সোমবার (২৪নভেম্বর) কারখানার শ্রমিকবৃন্দ কর্তৃক কিছু অযোক্তিক দাবী উত্থাপন করে অবৈধভাবে কারখানাতে সংঘবন্ধ হয়ে উৎপাদন কার্যক্রম বন্ধ করে চরম বিশৃঙ্খলা ও অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করেন। যার ফলশ্রুতিতে কারখানার অভ্যন্তরে আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটে।

এছাড়াও কারখানার নির্ধারিত রপ্তানী কার্যক্রম ব্যাহত হওয়ার কারনে কোম্পানী কর্তৃপক্ষ বিপুল পরিমান আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। কারখানা কর্তৃপক্ষ বার বার শ্রমিকবৃন্দদের কাজে যোগদানের জন্য অনুরোধ করা সত্বেও তারা উৎপাদন কার্যক্রম থেকে বিরত থাকেন। শ্রমিকদের এই আচরন অবৈধ ধর্মঘটের সামিল।

এমতাবস্থায় কারখানা কর্তৃপক্ষ অত্র কারখানার শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তার স্বার্থে বাধ্য হয়ে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩(১) ধারা মোতাবেক আজকে সকাল থেকে কারখানাটি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করা হল।

নোটিশে আরো উল্লেখ করা হয়, পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে কারখানা চালু করার অনুকুল পরিবেশ সৃষ্টি হলে খোলার তারিখ নোটিশের মাধ্যমে অবহিত করা হবে।

এছাড়াও কারখানার সিকিউরিটি ও রক্ষনাবেক্ষন কাজে নিয়োতিজ ব্যাক্তিগন এ আদেশের আওতামুক্ত থাকবেন বলে নোটিশে উল্লেখ করা হয়।

এদিকে শ্রমিকরা সকালে কারখানার গেটে এসে বন্ধের নোটিশ দেখে উত্তেজিত হয়ে উঠেন। তারা একজোট হয়ে মিতালী ক্লাব থেকে কোনাবাড়ী নতুন বাজারের শাখা সড়কটি বন্ধ করে দেন। এসময় সকল যানবাহন ফিরিয়ে দেয় শ্রমিকরা। অনেক যানবাহন চালকদের সঙ্গে তর্কবির্তক করতেও দেখা গেছে শ্রমিকদের।

গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের পরিদর্শক মোঃ মোর্শেদ জামান বলেন, শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status