|
পানছড়িতে দুঃস্থ কৃষকদের মাঝে সার–বীজ উপকরণ বিতরণ করল লোগাং জোন বিজিবি
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
|
![]() পানছড়িতে দুঃস্থ কৃষকদের মাঝে সার–বীজ উপকরণ বিতরণ করল লোগাং জোন বিজিবি অনুষ্ঠানে, ২০ জন দুঃস্থ কৃষকের মাঝে ২০টি স্প্রে মেশিন ও আরও ২০ জন কৃষকের মাঝে উন্নতমানের ধানের বীজ ও সার বিতরণ করেন লোগাং জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম। বিতরণ অনুষ্ঠানে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, “কৃষকরা দেশের খাদ্য নিরাপত্তার মূল শক্তি। তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। লোগাং জোন এলাকায় দুঃস্থ কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও জীবিকা উন্নয়নে আমরা ধারাবাহিকভাবে সহায়তা কার্যক্রম চালিয়ে যাব।” বিজিবি সূত্র জানায়, আগামী ২৪ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত লোগাং জোনের উদ্যোগে আরও বেশ কিছু সহায়তা কার্যক্রম পরিচালিত হবে। এর মধ্যে রয়েছে— • দুঃস্থ পরিবারের জন্য ঢেউটিন • অসহায় নারী সেলাই কর্মীদের সেলাই মেশিন • সৌর বিদ্যুৎ ব্যবস্থা • একটি পরিবারকে নলকূপ স্থাপন • গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বই • ১০০ শিক্ষার্থীকে খাতা–কলম ও স্কুল ব্যাগ • শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার সামগ্রী • অসহায় রোগী ও দুঃস্থ মানুষের জন্য আর্থিক সহায়তা ও চিকিৎসা অনুদান। লোগাং জোনের এসব সামাজিক উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সন্তুষ্টি ও প্রশংসা কুড়িয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
