|
খুলনা রেঞ্জে উপজেলা-থানা আনসার মৌলিক প্রশিক্ষণ শুরু
নতুন সময় প্রতিনিধি
|
![]() খুলনা রেঞ্জে উপজেলা-থানা আনসার মৌলিক প্রশিক্ষণ শুরু রোববার (২৩ নভেম্বর) ১০০ জন সদস্যকে নিয়ে শুরু হওয়া এই প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি খুলনা আনসার ব্যাটালিয়ন (৩ বিএন)–এর পরিচালক মোল্লা আবু সাইদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কমান্ড্যান্ট মোঃ মিনহাজ আরেফিন। উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম, মোঃ সাইদুর রহমানসহ প্রশিক্ষকবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণদের শক্তিকে সামাজিক উন্নয়নে যুক্ত করতে আনসার ও ভিডিপি নিষ্ঠার সঙ্গে কাজ করছে। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তায় আনসার সদস্যদের করণীয় ও দায়িত্ব সম্পর্কে দিকনির্দেশনা দেন। পাশাপাশি পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান। খুলনা বিভাগের ৯ জেলায় একই সঙ্গে উপজেলা-থানা আনসার মৌলিক প্রশিক্ষণের ৬ষ্ঠ ধাপ কার্যক্রম শুরু হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
