|
তাড়াশে সার ও কীটনাশক দোকানে দুর্ধর্ষ চুরি
সাব্বির মির্জা, তাড়াশ
|
![]() তাড়াশে সার ও কীটনাশক দোকানে দুর্ধর্ষ চুরি গত কাল মঙ্গলবার (২১ অক্টোবর) দিবাগত রাতে কোন এক সময় উপজেলার কাস্তা বাজার মেসার্স জিসা এন্টারপ্রাইজে এ চুরির ঘটনা ঘটে। মেসার্স জিসা এন্টারপ্রাইজের মালিক জাহাঙ্গীর আলম জানান, প্রতিদিনের ন্যায় গত কাল রাত সাড়ে ৯ টার দিকে আমি দোকান বন্ধ করে বাসায় চলে যাই। আজ সকালে আমার দোকান খুলে দেখি দোকানের পিছনে টিন কাটা। আমার প্রায় সাড়ে তিন লাখ টাকার কীটনাশক মালামাল চুরি করে নিয়ে গেছে। ![]() তাড়াশে সার ও কীটনাশক দোকানে দুর্ধর্ষ চুরি |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
