ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৮ নভেম্বর ২০২৫ ২৩ কার্তিক ১৪৩২
দেশে প্রথমবার ‘বর্জ্য ব্যবস্থাপনা অলিম্পিয়াড’ অনুষ্ঠিত নারায়ণগঞ্জে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 21 October, 2025, 10:59 PM

দেশে প্রথমবার ‘বর্জ্য ব্যবস্থাপনা অলিম্পিয়াড’ অনুষ্ঠিত নারায়ণগঞ্জে

দেশে প্রথমবার ‘বর্জ্য ব্যবস্থাপনা অলিম্পিয়াড’ অনুষ্ঠিত নারায়ণগঞ্জে

দেশে প্রথমবারের মতো ‘বর্জ্য ব্যবস্থাপনা অলিম্পিয়াড’ অনুষ্ঠিত হয়েছে শিল্পনগরী নারায়ণগঞ্জে। পরিবেশ সুরক্ষা ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সদর উপজেলা মিলনায়তনে এই প্রতিযোগিতার আয়োজন করে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার উদ্যোগে পরিচালিত “সবুজ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ” কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ প্রতিযোগিতায় জেলার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতাটি দুই ধাপে অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে গত ২৬ সেপ্টেম্বর সদর উপজেলার ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১০ হাজার শিক্ষার্থী অংশ নেয়। প্রশ্নোত্তর ও সচেতনতামূলক অধিবেশন শেষে প্রাথমিকভাবে ৫০০ শিক্ষার্থী নির্বাচিত হয়। আজকের চূড়ান্ত পর্বে অংশ নেয় ১০০ জন নির্বাচিত প্রতিযোগী। তথ্যভিত্তিক অধিবেশনের পর অনুষ্ঠিত মূল প্রতিযোগিতায় বিচারকমণ্ডলীর মূল্যায়নের ভিত্তিতে ৫ জন শিক্ষার্থী বিজয়ী হন।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “বর্জ্য ব্যবস্থাপনা শুধু পরিচ্ছন্নতার বিষয় নয়, এটি একটি সামাজিক দায়িত্ব। ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা গড়ে তোলার মাধ্যমে আমরা টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে পারব।”

তিনি আরও বলেন, “ভালো কথা নয়, কাজের মাধ্যমেই পরিবর্তন আসে। আমরা চাই প্রতিটি নাগরিক নিজেদের দায়িত্ব বুঝে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখুক। ‘সবুজ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ’ কর্মসূচির মাধ্যমে আমরা সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা শিরিন। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, দেবযানী কর, উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত রুবেল, উপজেলা শিক্ষা কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল “পরিবেশ রক্ষায় শপথ গ্রহণ পর্ব”, যেখানে শতাধিক শিক্ষার্থী একসঙ্গে উচ্চারণ করে—“প্রকৃতি আমার বন্ধু, আমি প্রকৃতিকে রক্ষা করব এবং নিজের চারপাশ পরিচ্ছন্ন রাখব।”

নারায়ণগঞ্জ সদরে প্রতিদিন প্রায় এক হাজার টনেরও বেশি বর্জ্য উৎপন্ন হয়। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সমাধানমুখী চিন্তা সৃষ্টির লক্ষ্যে আয়োজন করা হয় এ অলিম্পিয়াড।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয় এবং অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status