ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৮ নভেম্বর ২০২৫ ২২ কার্তিক ১৪৩২
যৌন কেলেঙ্কারির ছায়া পেরিয়ে কিম এখন সফল উদ্যোক্তা ও আইনজীবী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 21 October, 2025, 2:40 PM

যৌন কেলেঙ্কারির ছায়া পেরিয়ে কিম এখন সফল উদ্যোক্তা ও আইনজীবী

যৌন কেলেঙ্কারির ছায়া পেরিয়ে কিম এখন সফল উদ্যোক্তা ও আইনজীবী

সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের একজন কিম কার্ডাশিয়ান। তাঁকে আপনি পছন্দ না-ই করতে পারেন, কিন্তু তাঁর প্রভাব অস্বীকার করা কঠিন। নানা আলোচনার জন্ম দেওয়া এই কোটিপতি তারকার আজ জন্মদিন। এই উপলক্ষে তাঁর জীবন ও ক্যারিয়ারের কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হলো।

বড় হওয়ার গল্প

১৯৮০ সালের ২১ অক্টোবর লস অ্যাঞ্জেলেসে জন্ম কিম কার্ডাশিয়ানের। বাবা ছিলেন খ্যাতনামা আইনজীবী রবার্ট কার্ডাশিয়ান। মা ক্রিসের সঙ্গে ১৯৯১ সালে তাঁর বিচ্ছেদ হয় এবং পরে তিনি বিয়ে করেন অলিম্পিক স্বর্ণজয়ী ব্রুস জেনারকে (বর্তমানে কেইটলিন জেনার)।

১৯৯৫ সালে কিমের বাবা ওজে সিম্পসনের বিখ্যাত হত্যাকাণ্ড মামলায় সিম্পসনের পক্ষে লড়েন এবং তাকেই আইনি সহায়তা দিয়ে আলোচনায় আসেন।

পাদপ্রদীপের আলোয় আসা

কিশোর বয়সেই কিমের নাম জড়িয়ে পড়ে সেলিব্রিটি জীবনধারার সঙ্গে। প্যারিস হিলটন ও নিকোল রিচির মতো বন্ধুদের সঙ্গে নাইটক্লাবে যাওয়া, মিডিয়ার নজরে আসা, এসবের মধ্য দিয়েই তারকাখ্যাতির শুরু।

২০০৭ সালে প্রেমিক রে জের সঙ্গে একটি ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে তা নিয়ে বিশ্বজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অনেকে বলেন, এই কেলেঙ্কারিই তাঁকে রাতারাতি তারকা বানায়।

ভিডিও ফাঁস হওয়ার সময়েই কার্ডাশিয়ান পরিবারের রিয়েলিটি শো ‘কিপিং আপ উইথ দ্য কার্ডাশিয়ানস’ প্রচারের প্রস্তুতি চলছিল। শোটির মাধ্যমে কিম, তাঁর বোন কোর্টনি ও ক্লোয়ি, সৎবোন কেন্ডাল ও কাইলির জীবন উঠে আসে টিভির পর্দায়। অনুষ্ঠানটি একদিকে যেমন জনপ্রিয়তা পায়, অন্যদিকে সমালোচনারও মুখে পড়ে- অনেকেই একে সাংস্কৃতিক অবক্ষয়ের প্রতিচ্ছবি বলে আখ্যা দেন।

ব্যবসায়িক সাফল্য

এই রিয়েলিটি শোর মাধ্যমে কিম পরিণত হন ফ্যাশন ও লাইফস্টাইল আইকনে। সোশ্যাল মিডিয়ায় তাঁর দাপট গড়তে থাকে। ফ্যাশন ব্র্যান্ড, মেকআপ লাইন (SKKN by Kim), অন্তর্বাস ব্র্যান্ড (SKIMS)-সব মিলিয়ে আজ তিনি একজন সফল উদ্যোক্তা।

ফোর্বস সাময়িকীর হিসাবে, কিম কার্ডাশিয়ানের মোট সম্পদ এখন প্রায় ১.৭ বিলিয়ন ডলার বা ২০ হাজার ৪০০ কোটি টাকা।

কেনি ওয়েস্টের সঙ্গে সম্পর্ক ও বিচ্ছেদ

২০১৪ সালে র‍্যাপার কেনি ওয়েস্টকে বিয়ে করেন কিম, যাঁর সঙ্গে তাঁর চার সন্তান। তবে কেনির মানসিক স্বাস্থ্যের সমস্যা, হঠাৎ করে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়া এবং প্রকাশ্য নানা মন্তব্য তাঁদের সম্পর্ককে বিষাক্ত করে তোলে।

২০২১ সালে কিম বিচ্ছেদের আবেদন করেন। ২০২৩ সালে এক সাক্ষাৎকারে তিনি জানান, আমার জীবনের এক সময় মনে হতো, আমি আর নিরাপদ নই- শারীরিক, মানসিক এবং আর্থিকভাবে।

সম্প্রতি কল হার ড্যাডি পডকাস্টে কিম বলেন, সম্পর্কটি বিষাক্ত হয়ে উঠেছিল এবং সন্তানদের মানসিকভাবে প্রভাবিত করছিল।

আইন পেশায় নতুন পথচলা

চমকপ্রদভাবে কিম এখন আইনের ছাত্র। কারা সংস্কার আন্দোলনে যুক্ত হয়ে একটি মামলায় যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমার আবেদন করে ব্যাপক আলোচনায় আসেন।

২০২১ সালে চতুর্থ চেষ্টায় বেবি বার (প্রথম বর্ষের আইন শিক্ষার্থীদের পরীক্ষা) পাস করেন। কিম জানান, তাঁর প্রয়াত বাবা এ অর্জন দেখে যেতে পারলে সবচেয়ে খুশি হতেন।

অভিনেত্রী কিম

আইনের পাশাপাশি এবার অভিনয়েও দেখা যাবে কিমকে। তিনি অভিনয় করছেন রায়ান মার্ফি পরিচালিত একটি লিগ্যাল ড্রামা সিরিজে- অলস ফেয়ার -যা হুলুতে মুক্তি পাবে ৪ নভেম্বর। সিরিজটিতে কিম ছাড়াও অভিনয় করছেন গ্লেন ক্লোজ ও সারা পলসন।

জীবনের নানা ঘাত-প্রতিঘাত, বিতর্ক, সমালোচনা- সবকিছুর মাঝেই কিম কার্ডাশিয়ান নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন সফল উদ্যোক্তা, মা, এবং এখন আইন পেশায় আগ্রহী একজন মানুষ হিসেবে। জন্মদিনে এই তারকার বহুমাত্রিক জীবনের প্রতি সম্মান জানানো যেতেই পারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status