|
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে রাঙ্গাবালীতে লিফলেট বিতরণ, ভোট চাইলেন বিএনপি নেতা
মো. বাচ্চু, রাঙ্গাবালী
|
![]() তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে রাঙ্গাবালীতে লিফলেট বিতরণ, ভোট চাইলেন বিএনপি নেতা আজ রবিবার বিকাল ৫ টায়(১৯ অক্টোবর ২০২৫) রাঙ্গাবালী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম হাওলাদার, এর নেতৃত্বে সদর বাজার এলাকায় লিফলেট বিতরণ করেন এবং তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা তুলে ধরেন। তারা পটুয়াখালী-৪ (কলাপাড়া-মহিপুর-রাঙ্গাবালী) আসনের গণমানুষের নেতা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিএনপির দিকনির্দেশনা তুলে ধরে তাদের সমর্থন কামনা করা হয়। লিফলেট বিতরণের সময় নেতারা বলেন, "দেশের চলমান সংকট নিরসনে এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যে ৩১ দফা রূপরেখা দিয়েছে, তা বাস্তবায়নই বর্তমান সময়ের দাবি।" তারা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "যেভাবে আপনারা ব্যবসা পরিচালনায় ন্যায্য পরিবেশ চান, সেভাবেই দেশের রাজনীতিতে সুশাসন, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আপনারা ধানের শীষে ভোট দিয়ে পরিবর্তনের পক্ষে রায় দিন।" উল্লেখ্য, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঘোষিত ৩১ দফা জাতীয় রূপরেখায় রাষ্ট্রের কাঠামোগত সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। স্থানীয় জনগণ এবং সদর মার্কেটের ব্যবসায়ীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং আগামী দিনের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।## |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
