ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৭ নভেম্বর ২০২৫ ২২ কার্তিক ১৪৩২
আগামী নির্বাচনে লক্ষ্মীপুর ১ আসনে প্রার্থী হচ্ছেন উপদেষ্টা মাহফুজ
রায়হানুর রহমান, রামগঞ্জ
প্রকাশ: Sunday, 19 October, 2025, 8:23 PM

আগামী নির্বাচনে লক্ষ্মীপুর ১ আসনে প্রার্থী হচ্ছেন উপদেষ্টা মাহফুজ

আগামী নির্বাচনে লক্ষ্মীপুর ১ আসনে প্রার্থী হচ্ছেন উপদেষ্টা মাহফুজ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে প্রার্থী হতে পারেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় রামগঞ্জ উপজেলার ৪নং ইছাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত উঠান বৈঠক ও সমন্বয় সভায় দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম এ তথ্য জানান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহবুব আলম বলেন, বিগত ১৭ বছরে রামগঞ্জে কোনো উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। অবকাঠামোগতভাবে উপজেলা ভেঙে পড়েছে। মানুষের বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল এমনভাবে, যাতে তারা তাদের মৌলিক চাহিদাটিও প্রকাশ করতে পারেনি। তবে ৫ আগস্টের পটপরিবর্তনের পর মানুষ আবার তার মত প্রকাশের স্বাধীনতা ফিরে পেয়েছে এবং তারা এখন তাদের দুঃখ-দুর্দশার কথা আমাদের সাথে শেয়ার করছেন।”

তিনি আরও বলেন, রামগঞ্জ তথা ৪নং ইছাপুর ইউনিয়নের গর্ব, এই মাটি থেকেই আমরা একজন উপদেষ্টা পেয়েছি। উপদেষ্টা মাহফুজ আলমের মাধ্যমে আমরা রামগঞ্জের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নিচ্ছি।

মাহবুব আলম ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা প্রসঙ্গে বলেন, আগামী নির্বাচনে আমরা রামগঞ্জের এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করব। উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলে মাহফুজ আলম এই আসনের প্রার্থী হতে পারেন। ৫ আগস্টের পর দেশে পুরনো রাজনৈতিক বন্দোবস্তের কবর রচনা হয়েছে। প্রতিহিংসার রাজনীতি আর চলবে না। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যা হবে দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত। এজন্য সবাইকে এনসিপিতে যুক্ত হওয়ার আহ্বান জানাই।

অনুষ্ঠানে এনসিপির রামগঞ্জ উপজেলা আহ্বায়ক মাসুম বিল্লাহর সভাপতিত্বে এবং যুগ্ম সদস্য সচিব মাহমুদুন্নবী টিটুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, এনসিপি নেতা আরিফ সোহেল, ইসলামী আন্দোলনের ইউনিয়ন সভাপতি ডা. ইসমাইল, ছাত্র প্রতিনিধি ইসমাইল হোসেন রাফি ও রেদোয়ান সালেহীন নাঈম প্রমুখ।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status