ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৫ নভেম্বর ২০২৫ ২০ কার্তিক ১৪৩২
সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সিটিআইপি কর্মীদের দ্বিমাসিক সভা অনুষ্ঠিত
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
প্রকাশ: Saturday, 18 October, 2025, 4:13 PM

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সিটিআইপি কর্মীদের দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সিটিআইপি কর্মীদের দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় রূপান্তর সংস্থার 'আশ্বাস' প্রকল্পের উদ্যোগে মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের (সিটিআইপি) সদস্যদের নিয়ে দ্বিমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৮ অক্টোবর  সকাল দশটায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ কনফারেন্স হল রুমে  অনুষ্ঠিত হয়েছে। এর মূল লক্ষ্য ছিল মানব পাচারের হাত থেকে রক্ষা পাওয়া পুরুষ ও মহিলাদের সহায়তা এবং পাচার প্রতিরোধ কার্যক্রমকে আরও শক্তিশালী করা। 

সভায় পাচারের শিকার ব্যক্তিদের পুনর্বাসন ও সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও, মানব পাচার প্রতিরোধে তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং তথ্য আদান-প্রদানের কৌশল নির্ধারণ করা হয়।

সিটিআইপি সদস্য আসাদুল ইসলামের পরিচালনায় এবং জাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপান্তরের আশ্বাস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সুবল কুমার ঘোষ।

এই সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার আশ্বাস প্রকল্পের প্রোগ্রাম অফিসার দীপ্তি রায়, কমিউনিটি ফ্যাসিলিটেটর মাহাবুবুর রহমান, কুমারেশ মন্ডল সহ আশাশুনি, কালিগঞ্জ ও সাতক্ষীরা সদর উপজেলার  মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের (সিটিআইপি) সদস্যরা অংশ নেন।

বক্তারা মানব পাচারের ভয়াবহতা ও এর আধুনিক কৌশলগুলো তুলে ধরেন। তারা বলেন, বর্তমানে চাকরির প্রলোভন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে পাচারকারীরা সহজ-সরল মানুষকে ফাঁদে ফেলছে। এই জঘন্য অপরাধ দমনে সিটিআইপি কর্মীদের সম্মিলিত ও শক্তিশালী ভূমিকা অপরিহার্য।

প্রকল্প সমন্বয়কারী সুবল কুমার ঘোষ তার বক্তব্যে পাচারের শিকার ব্যক্তিদের আইনি সহায়তা, কাউন্সেলিং, পুশ ফ্যাক্টর ও পুল ফ্যাক্টর এবং অর্থনৈতিক পুনর্বাসনের উপর জোর দেন। 
উল্লেখ্য আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড অ্যাম্বাসেডরের অর্থায়নে ও উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে রূপান্তর মাঠ পর্যায়ে কার্যক্রম টি পরিচালনা করছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status