|
সার্টিফিকেটের পাশাপাশি দক্ষতা অর্জন করতে হবে: উপাচার্য অধ্যাপক ড এবিএম ওবায়দুল ইসলাম
শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
|
![]() সার্টিফিকেটের পাশাপাশি দক্ষতা অর্জন করতে হবে: উপাচার্য অধ্যাপক ড এবিএম ওবায়দুল ইসলাম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের খুলনা আঞ্চলিক কেন্দ্রের পাইকগাছা উপ আঞ্চলিক কেন্দ্রের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথা বলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এবিএম ওবায়দুল ইসলাম। শনিবার (১৮ অক্টোবর) সকালে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সেমিনার হলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো উপাচার্য (প্রশাসন) অধ্যাপক অধ্যাপক সাঈদ। বিশেষ অতিথির বক্তব্য বাংলাদেশ সংবাদ সংস্থার চেয়ারম্যান আনোয়ার আল দীন বলেন, কয়রা পাইকগাছা আসনের নির্বাচিত জনপ্রতিনিধি এই অঞ্চলের মানুষের চাওয়ার মূল্যায়ন করেনি। শুধু নিজেদের আগের গুছিয়ে ব্যাংক ব্যালেন্স করেছেন। আমি এই এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে আজীবন কাজ করে যাবো। এসময় আরো বক্তব্য রাখেন, পাইকগাছা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়, পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার ভূমি ফজলে রাব্বী । স্বাগত বক্তব্য রাখেন উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আনিছুর রহমান। সঞ্চালনা করেন উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মাহফুজ উল আলম। এসময় বক্তব্য রাখেন বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
