| 
			
							
			
			 বাগমারায় বিএনপি নেতা হাবিবুর রহমানের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ২ কোটি টাকা 
			
			নতুন সময় প্রতিনিধি 
			
			
			 | 
		
			
			![]() বাগমারায় বিএনপি নেতা হাবিবুর রহমানের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ২ কোটি টাকা ঘটনাটি ঘটেছে সোমবার (৩ নভেম্বর) দিবাগত রাতে গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন ওই পুকুরে। জানা গেছে, সন্ধ্যায় বিএনপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারাদেশে মনোনয়ন ঘোষণা করে। হাবিবুর রহমান রাজশাহী-৪ (বাগমারা) আসনের মনোনয়ন বঞ্চিত প্রার্থী অধ্যাপক কামাল হোসেনের অনুসারী এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, রাতে দুষ্কৃতকারীরা আমার পুকুরে বিষ দেয়। ভোরে পাহারাদার মাছগুলো ভেসে উঠতে দেখে খবর দেয়। আমি ঘটনাস্থলে গিয়ে দেখি সব মাছ মরে গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মরা মাছের সংখ্যা আরও বাড়ছে। তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে ইটভাটার ব্যবসার পাশাপাশি ইজারা নিয়ে মাছ চাষ করছি। রাজনৈতিক কারণে অধ্যাপক কামাল হোসেনের পক্ষে অবস্থান নেওয়ায় প্রতিপক্ষ এই ক্ষতি করেছে। প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।                                                                                 
				
			 | 
		
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ | 
