|
যশোরে বিএনপির মনোনয়ন চূড়ান্ত ৫ প্রার্থী, ১ টি শরিক দলের জন্য সংরক্ষিত
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
|
![]() যশোরে বিএনপির মনোনয়ন চূড়ান্ত ৫ প্রার্থী, ১ টি শরিক দলের জন্য সংরক্ষিত একটি আসন জোটের শরিক দলের জন্য সংরক্ষিত রাখা হয়েছে।যশোর-১ (শারশা) আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মফিকুল হাসান তৃপ্তি। তিনি বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য। ২০০১ সালে এই আসন থেকে বিজয়ী হয়েছিলেন তিনি। স্থানীয়ভাবে জনপ্রিয় ও অভিজ্ঞ এই নেতা আবারও মনোনয়ন পেয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।যশোর-২ (ঝিকরগাছা–চৌগাছা) আসনে প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে লড়বেন সাবিরা নাজমুল মুন্নি। তিনি স্থানীয় পর্যায়ে সক্রিয় নারী রাজনীতিক এবং একাধিকবার জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে বিএনপির বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। মনোনয়ন বোর্ডে তাঁর নাম সর্বসম্মতিক্রমে অনুমোদন হয়েছে। যশোর-৩ (সদর) আসনে প্রার্থী হচ্ছেন বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের পুত্র। তরুণ নেতৃত্বের প্রতীক হিসেবে তিনি যশোরে দলের সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তারেক রহমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও তিনি পরিচিত।যশোর-৪ (বাঘারপাড়া–অভয়নগর ও বসুন্দিয়া ইউনিয়ন) আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কৃষক দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব পেয়েছেন মনোনয়ন। দীর্ঘদিন ধরে তিনি যশোর-৪ আসনে সক্রিয় রাজনীতি করছেন এবং সংগঠনের প্রতি তাঁর ত্যাগ ও নিষ্ঠা বিবেচনায় দল তাঁকে প্রার্থী করেছে। যশোর-৫ (মণিরামপুর) আসনটি বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক দলের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। কেন্দ্রীয় সমন্বয় কমিটি এ আসনে শরিক দলের মধ্য থেকে প্রার্থী নির্ধারণ করবে বলে জানা গেছে। যশোর-৬ (কেশবপুর) আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। তরুণ প্রজন্মের এই নেতা কেশবপুরে দীর্ঘদিন ধরে বিএনপির সংগঠন ও গণআন্দোলনে সক্রিয় রয়েছেন। তাঁর নামও তারেক রহমানের অনুমোদিত তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।দলীয় সূত্র জানায়, যশোর জেলার মনোনয়ন চূড়ান্ত করার ক্ষেত্রে প্রার্থীদের ত্যাগ, সাংগঠনিক সক্ষমতা, জনপ্রিয়তা ও মাঠপর্যায়ের গ্রহণযোগ্যতা বিবেচনা করা হয়েছে। মনোনয়ন ঘোষণার পর থেকেই জেলা ও উপজেলা পর্যায়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি এবার যশোরে অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বের সমন্বয়ে শক্তিশালী প্রার্থী তালিকা দাঁড় করিয়েছে। এটি মাঠ পর্যায়ে সংগঠনের গতি ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
