|
ভূরুঙ্গামারীতে চার হাজার ক্ষুদ্র কৃষকের মাঝে বীজ ও সার বিতরণের উদ্বোধন
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
|
![]() ভূরুঙ্গামারীতে চার হাজার ক্ষুদ্র কৃষকের মাঝে বীজ ও সার বিতরণের উদ্বোধন বুধবার (৫ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা শরিফা জান্নাত, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সরোয়ার তৌহিদ, সহকারী প্রোগ্রামার আশরাফুল আলম, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন ও প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক প্রমুখ। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৪ হাজার ২৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে পর্যায়ক্রমে এসব বীজ ও সার বিতরণ করা হবে। বিতরণ অনুষ্ঠানে উপজেলার ১০ ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
