|
গাজীপুরের পুবাইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() গাজীপুরের পুবাইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত স্থানীয়রা সূত্র জানায়, বিকেলে ওই যুবক রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি ওই স্থানে পৌঁছালে তিনি ট্রেনের নিচে কাটা পড়ে মারাত্মকভাবে ছিন্নভিন্ন হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পূবাইল রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর বলে ধারণা করা হচ্ছে। ঢাকা জোন রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন বলেন, “নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো প্রকৃয়া চলছে।” |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
