|
বাগমারায় লাউবাড়িয়া ইবতেদায়ী মাদ্রাসায় শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ
নতুন সময় প্রতিনিধি
|
![]() বাগমারায় লাউবাড়িয়া ইবতেদায়ী মাদ্রাসায় শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ উপজেলা প্রশাসনে দাখিল করা আবেদন সূত্রে জানা যায়, মাদ্রাসাটিতে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক পদে একাধিকবার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। চাকরিপ্রত্যাশীরা প্রয়োজনীয় কাগজপত্রসহ ব্যাংক ড্রাফটের মাধ্যমে সভাপতি বরাবর আবেদন করেন। তবে সময় পার হয়ে গেলেও নিয়োগ বোর্ড গঠন বা মৌখিক/লিখিত পরীক্ষা আয়োজন করা হয়নি। আবেদনকারীদের অভিযোগ, প্রতিষ্ঠানের সভাপতি গোপনে পছন্দের ব্যক্তিকে নিয়োগের পাঁয়তারা করছেন। এ কারণে তারা লিখিতভাবে ইউএনওর কাছে আবেদন করে নিয়োগ প্রক্রিয়া স্থগিতের অনুরোধ জানিয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক দুটি পদের জন্য প্রত্যেক আবেদনকারীর কাছ থেকে ৫০০ টাকা করে ব্যাংক ড্রাফট নেওয়া হয়। উভয় পদে মোট ১৫ জন আবেদন করেছিলেন। ২০১৮ সালের জনবল কাঠামো অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, কিন্তু পরে শিক্ষা মন্ত্রণালয় নতুন নীতিমালা জারি করায় আগের নিয়মে নিয়োগ দেওয়া সম্ভব হয়নি বলে জানা গেছে। আবেদনকারীরা জানান, “আমরা নিয়ম অনুযায়ী আবেদন করেছি। কিন্তু সভাপতি আমাদের কোনো তথ্য দিচ্ছেন না। শুনেছি, তিনি ব্যাকডেটে নিয়োগ বোর্ড সম্পন্ন করে তার পছন্দের লোককে নিয়োগ দিতে চাইছেন।” এ বিষয়ে প্রতিষ্ঠানের সাবেক সভাপতি ইয়াদ আলী বলেন, “আমি সভাপতি থাকা অবস্থায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলাম, কিন্তু এখন আর সভাপতি নই। তখন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। এখন নতুন কমিটি এলে তারা সিদ্ধান্ত নেবে।” উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন, “আবেদনকারীদের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” স্থানীয় অভিভাবক ও শিক্ষানুরাগীরা বলছেন, দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ না হওয়ায় মাদ্রাসার পাঠদান ব্যাহত হচ্ছে। তারা স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানিয়েছেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
