|
সাতক্ষীরায় জেলা প্রশাসকের কাছে জুলাই শহীদ ও আহতদের স্বীকৃতির দাবিতে স্মারকলিপি প্রদান
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
|
![]() সাতক্ষীরায় জেলা প্রশাসকের কাছে জুলাই শহীদ ও আহতদের স্বীকৃতির দাবিতে স্মারকলিপি প্রদান স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা মো. আবু হাসান, রাকিবুল ইসলাম, আবু বক্কার, আব্দুল আল ফারুক, রাশেদ, মুনিয়াসহ আরও অনেকে। স্মারকলিপিতে বলা হয়, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতরা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা রাখেন। তাঁদের “জুলাই শহীদ” (জাতীয় বীর) ও “জুলাই যোদ্ধা” (আহত ও সংগ্রামী নাগরিক) হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে। এতে আরও দাবি জানানো হয়— আহতদের আইনি সুরক্ষা, চিকিৎসা সহায়তা, পুনর্বাসন, শিক্ষা ও কর্মসংস্থানের নিশ্চয়তা প্রদান করতে হবে। পাশাপাশি শহীদ ও আহতদের পরিবারকে আজীবন সম্মান, আবাসন ও আর্থিক নিরাপত্তা দিতে হবে। স্মারকলিপিতে সত্য ও ন্যায় কমিশন গঠন, শহীদ পরিবার ও আহতদের জন্য কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা এবং প্রতিবছর “জুলাই গণতন্ত্র দিবস” রাষ্ট্রীয়ভাবে পালনেরও দাবি জানানো হয়। প্রস্তাবনায় বলা হয়, শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না, আহতদের স্বপ্ন পূর্ণতা পাবে বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে ন্যায়, মানবতা ও গণতন্ত্রের ভিত্তিতে। সাতক্ষীরা জেলা প্রশাসক স্মারকলিপিটি গ্রহণ করেন, এবং দাবিগুলো সরকারের কাছে পাঠিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
