|
সাতক্ষীরা প্রেসক্লাবে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম শাহেদের মতবিনিময়
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
|
![]() সাতক্ষীরা প্রেসক্লাবে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম শাহেদের মতবিনিময় তিনি সমাজ ও শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য: সাবেক ডাকসু জাতীয়তাবাদী ছাত্রদলের সাহিত্য সম্পাদক, সাবেক সংসদ উপনেতা ও রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব, সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর সহকারী সচিব, ঢাকা এমিনেন্স কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান, এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পি.কে.এস.এফ.) এর সম্মানিত বোর্ড মেম্বার। দল যদি তাকে মনোনয়ন দেয় তাহলে এলাকার মানুষদের সাথে নিয়ে বিজয়ী হওয়ার সর্বাত্মক চেষ্টা করবেন। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের আহবায়ক জি,এম মনিরুল ইসলাম মিনি, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারী, মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জল, সাংবাদিক আমিরুজ্জামান বাবু, শেখ মাসুদ হোসেন, আক্তারুজ্জামান বাচ্চু, সৈয়দ রফিকুল ইসলাম শাওন, এসকে কামরুল হাসান, মীর মোস্তাফা আলী, জাকিরুল ইসলাম শরিফ ও মো: হাফিুজুর রহমান সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। এসময় তার সাথে ইলিয়াস আহসান, সোহাগ হোসেন, আব্দুল আলিম, এনসান বাবুসহ দেবহাটা উপজেলা বিএনপির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
