|
লাকসামে সামিরা আজিম দোলার নেতৃত্বে ৩১ দফার লিফলেট বিতরণ
শারমিন সুলতানা, লাকসাম
|
![]() লাকসামে সামিরা আজিম দোলার নেতৃত্বে ৩১ দফার লিফলেট বিতরণ সামিরা আজিম লিফলেট বিতরণের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- লাকসাম পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী জসিম উদ্দিন, পৌর বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাজী মনিরুজ্জামান মনির, সাবেক সহ-সভাপতি আলহাজ¦ আমির হোসেন, বিএনপি নেতা শাহাদাত হোসেন, ওয়্যালী উল্যাহ খান সুমন, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি শওকত আলম সেলিম, যুবদল নেতা জাহিদুল ইসলাম প্রমূখ। এসময় লাকসাম উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন। ![]() লাকসামে সামিরা আজিম দোলার নেতৃত্বে ৩১ দফার লিফলেট বিতরণ তিনি আরও বলেন, বাংলাদেশে আইনের শাসন, প্রশাসনের জবাবদিহিতা, দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই এই রূপরেখার মূল লক্ষ্য। জনগণই দেশের মালিক, তাদের অধিকার ফিরিয়ে আনতেই বিএনপি এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। লিফলেট বিতরণের সময় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ সামিরা আজিম দোলাকে স্বতঃস্ফুর্তভাবে অভ্যর্থনা জানায় এবং বিএনপি’র ঘোষিত ৩১ দফা রূপরেখার প্রতি সমর্থন প্রকাশ করেন। সামিরা আজিম দোলা বলেন, জননেতা তারেক রহমানের মেধা, প্রজ্ঞায় আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচি বাস্তবায়নে লাকসামের প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ডে ও গ্রামে গ্রামে যাব। তৃণমূল পর্যায়ের মানুষকে রাষ্ট্র কাঠামো মেরামতের এই রূপরেখা সম্পর্কে সচেতন ও উদ্বুদ্ধ করাই কর্মসূচির মূল লক্ষ্য। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
