ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৮ নভেম্বর ২০২৫ ২৩ কার্তিক ১৪৩২
লাকসামে সামিরা আজিম দোলার নেতৃত্বে ৩১ দফার লিফলেট বিতরণ
শারমিন সুলতানা, লাকসাম
প্রকাশ: Wednesday, 15 October, 2025, 11:35 AM

লাকসামে সামিরা আজিম দোলার নেতৃত্বে ৩১ দফার লিফলেট বিতরণ

লাকসামে সামিরা আজিম দোলার নেতৃত্বে ৩১ দফার লিফলেট বিতরণ

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলার নেতৃত্বে লাকসামে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচিতে হাজার হাজার নেতা-কর্মীদের ঢল নেমেছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) লাকসাম পৌর শহরের প্রধান প্রধান সড়ক, বাজার ও জনবহুল স্থানে সাধারণ মানুষের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়। রাত ৮টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভার মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।    

সামিরা আজিম লিফলেট বিতরণের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- লাকসাম পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী জসিম উদ্দিন, পৌর বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাজী মনিরুজ্জামান মনির, সাবেক সহ-সভাপতি আলহাজ¦ আমির হোসেন, বিএনপি নেতা শাহাদাত হোসেন, ওয়্যালী উল্যাহ খান সুমন, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি শওকত আলম সেলিম, যুবদল নেতা জাহিদুল ইসলাম প্রমূখ। এসময় লাকসাম উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

লাকসামে সামিরা আজিম দোলার নেতৃত্বে ৩১ দফার লিফলেট বিতরণ

লাকসামে সামিরা আজিম দোলার নেতৃত্বে ৩১ দফার লিফলেট বিতরণ

লিফলেট বিতরণের সময় নেতা-কর্মীরা ব্যানার, পেস্টুন হাতে স্লোগান দিতে থাকেন। মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলা বলেন, এই ৩১ দফা কেবল একটি রাজনৈতিক ঘোষণাপত্র নয়; এটি হচ্ছে গণমানুষের মুক্তির সনদ। এর মাধ্যমে আমরা একটি সত্যিকার গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও জনগণের অংশগ্রহণমূলক রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে চাই।
তিনি আরও বলেন, বাংলাদেশে আইনের শাসন, প্রশাসনের জবাবদিহিতা, দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই এই রূপরেখার মূল লক্ষ্য। জনগণই দেশের মালিক, তাদের অধিকার ফিরিয়ে আনতেই বিএনপি এই আন্দোলন চালিয়ে যাচ্ছে।

লিফলেট বিতরণের সময় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ সামিরা আজিম দোলাকে স্বতঃস্ফুর্তভাবে অভ্যর্থনা জানায় এবং বিএনপি’র ঘোষিত ৩১ দফা রূপরেখার প্রতি সমর্থন প্রকাশ করেন। সামিরা আজিম দোলা বলেন, জননেতা তারেক রহমানের মেধা, প্রজ্ঞায় আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচি বাস্তবায়নে লাকসামের প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ডে ও গ্রামে গ্রামে যাব। তৃণমূল পর্যায়ের মানুষকে রাষ্ট্র কাঠামো মেরামতের এই রূপরেখা সম্পর্কে সচেতন ও উদ্বুদ্ধ করাই কর্মসূচির মূল লক্ষ্য।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status