|
ভূরুঙ্গামারীতে ফার্মার’স ফিল্ড বিজনেস স্কুলের কৃষক মাঠ দিবস
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
|
![]() ভূরুঙ্গামারীতে ফার্মার’স ফিল্ড বিজনেস স্কুলের কৃষক মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফবসার কৃষিবিদ আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রায়হান নবী এবং উপসহকারী কৃষি কর্মকর্তা শাহানুর আলম। আলোচনা সভায় বক্তারা বলেন, ফার্মার’স ফিল্ড বিজনেস স্কুলের মূল উদ্দেশ্য হলো কৃষিকে বাণিজ্যিকীকরণের মাধ্যমে লাভজনক ও টেকসই খাতে পরিণত করা। এর মাধ্যমে কৃষকরা শুধুমাত্র উৎপাদন নয়, বরং পরিকল্পিত বিপণন ও আর্থিক ব্যবস্থাপনার দিকেও মনোযোগী হচ্ছেন। বক্তারা আরও জানান, SACP-RAINS প্রকল্পের আওতায় ফার্মার’স ফিল্ড স্কুলের ৩০ জন কৃষক-কৃষাণীকে মোট ১৩টি সেশনে উচ্চমূল্য ফসল উৎপাদন, মূল্য সংযোজন, আধুনিক কৃষি ব্যবস্থাপনা, বীজ উৎপাদন, ফসলের রোগবালাই দমন, আর্থিক পরিকল্পনা ও বাজার ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। সভা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত কৃষক-কৃষাণীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন উপজেলা কৃষি অফিসার। পরে অতিথিরা কৃষি প্রদর্শনী স্টল ঘুরে দেখেন। অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন এলাকার শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
