ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৭ নভেম্বর ২০২৫ ২১ কার্তিক ১৪৩২
শৈত্যপ্রবাহ নিয়ে নতুন বার্তা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 13 October, 2025, 10:19 AM

শৈত্যপ্রবাহ নিয়ে নতুন বার্তা

শৈত্যপ্রবাহ নিয়ে নতুন বার্তা

দীর্ঘ সময় ধরে চলা বর্ষা মৌসুমের অবসান ঘটতে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কয়েক দিনের মধ্যেই পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে। এরমধ্য দিয়ে শেষ হবে চলতি বছরের ‘দীর্ঘ বর্ষা’ অধ্যায়।

এরই মধ্যে দেশের উত্তরাঞ্চল, বিশেষ করে পঞ্চগড়ে, শরতের সঙ্গে শীতের আগমনী আমেজ দেখা দিয়েছে। সকাল-বিকেলে হালকা থেকে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে প্রান্তিক জনপদগুলোর পথঘাট।

আবহাওয়া অধিদপ্তরের তিন মাসব্যাপী দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, আগামী নভেম্বর-ডিসেম্বর মাসে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে।

পূর্বাভাসে বলা হয়েছে, অক্টোবর মাসে দেশে স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগরে ৩ থেকে ৬টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে ১ থেকে ২টি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

অক্টোবরের প্রথমার্ধেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু পর্যায়ক্রমে বাংলাদেশ থেকে বিদায় নেবে। এই সময়ের মধ্যে ৩ থেকে ৬ দিন মাঝারি থেকে তীব্র বিজলিসহ বজ্রবৃষ্টি এবং ৪ থেকে ৮ দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানায় অধিদপ্তর।

এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেলেও তা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, শীত মৌসুমে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। বিশেষ করে ডিসেম্বর মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম এবং মধ্যাঞ্চলে ১ থেকে ২টি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

উত্তরের জেলা থেকে শুরু হয়ে ধীরে ধীরে সারাদেশে ছড়িয়ে পড়বে শীতের আমেজ, যা জানুয়ারির দিকে গিয়ে তীব্রতা পেতে পারে বলে ধারণা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status